কোরআন অবমাননার অভিযোগে লেখক আনিসুল হকের বিরুদ্ধে নোটিশ
১ নভেম্বর ২০২৪ ২০:৫৭ | আপডেট: ১ নভেম্বর ২০২৪ ২৩:২০
ঢাকা: সাহিত্যিক ও প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হকের বিরুদ্ধে কোরআনের আয়াত বিকৃত করে বই লেখার অভিযোগ এনে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে তার লেখা ‘গদ্যকার্টুন’ বইতে ‘ছহি রাজাকারনামা’ নামে একটি অধ্যায়ে কোরআনের আয়াতগুলোকে বিকৃত করে উপস্থাপন করার অভিযোগ আনা হয়েছে। এ কারণে দণ্ডবিধির ২৬৫ক, ২৯৮ ও ৫০০ ধারায় অপরাধের কথা নোটিশে উল্লেখ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ী মো. শাখাওয়াত হোসেনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী আল মামুন রাসেল গতকাল (৩১ অক্টোবর) রেজিস্ট্রি ডাকযোগে প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক ও সন্দেশ পাবলিকেশনসের প্রকাশক লুৎফর রহমান চৌধুরীর প্রতি এই নোটিশ পাঠান।
নোটিশ প্রদানকারী আইনজীবী আল মামুন রাসেল সারাবাংলাকে বলেন, “পবিত্র কোরআন অবমাননার অভিযোগে ব্যবসায়ী শাখাওয়াত হোসেনের পক্ষে লেখক আনিসুল হক ও সন্দেশ পাবলিকেশনসের লুৎফর রহমান চৌধুরীর বরাবরে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশপ্রাপ্তির ১০ দিনের মধ্যে ক্ষমা চেয়ে আনিসুল হকের লেখা ‘গদ্যকার্টুন’ বইটি বাজার থেকে প্রত্যাহার করতে বলা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।”
নোটিশে বলা হয়েছে, ১৯৯৩ সালে এবং ২০১০ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত লেখক আনিসুল হকের ‘গদ্যকার্টুন’ বইতে ‘ছহি রাজাকারনামা’ নামে একটি অধ্যায় রয়েছে। সেখানে কোরআনের বিভিন্ন আয়াত বিকৃত করে উপস্থাপন করা হয়েছে।
আইনি নোটিশে বলা হয়, বাংলাদেশের ৯০ শতাংশ মুসলমানের ধর্মীয় গ্রন্থ পবিত্র কোরআন আর বিভিন্ন সুরার আয়াতের অর্থ সরাসরি বিদ্রূপাত্মক করা হয়েছে এবং উক্ত রচনায় পবিত্র কোরআনের আয়াতের অর্থ বিকৃত করে ব্যাঙ্গাত্মক অর্থ দেওয়া হয়েছে।
নোটিশে আরও বলা হয়, নোটিশ গ্রহীতাগণ ‘ছহি রাজাকারনামা’ রচনাটির প্রতিটি বাক্যেই পবিত্র কুরআনের বাকভঙ্গি ও কুরআনের বাংলা অনুবাদের ক্লাসিক ভাষা ব্যবহার করে কুরআনের আয়াতকে ব্যঙ্গ ও বিকৃত করেছেন। যেহেতু দেশের ৯০ শতাংশ মুসলিমদের হেয় প্রতিপন্ন করার মানসে মুসলিম জাতির ও বিশ্বের শ্রেষ্ঠ গ্রন্থ পবিত্র কোরআনের আয়াত নিয়ে ব্যঙ্গ করে আয়াতের অর্থকে বিকৃত করে আপনাদের রচিত ও প্রকাশিত গদ্যকার্টুন বইয়ের ‘ছহি রাজাকারনামা’ রচনায় মুসলিম জাতিকে কটুক্তি করে পবিত্র কোরআনকে অবমাননা করে গোটা মুসলিম জাতির অনুভুতিতে কঠোর আঘাত করেছেন।
নোটিশে উল্লেখ করা হয়, যেখানে আপনারা নোটিশ গ্রহীতাগণ উক্ত রচনায় পবিত্র কোরআনের আয়াতগুলোকে বিকৃত না করে ভিন্নভাবে উপস্থাপন করতে পারতেন, কিন্তু আপনারা নোটিশ গ্রহীতাগণ তা না করে, দেশের বৃহত্তর গোষ্ঠীকে হেয় করে পবিত্র গ্রন্থকে অবমাননা করে গোটা জাতির অনুভূতিতে আঘাত হানার জন্য উক্তরূপভাবে আপনাদের রচিত ও প্রকাশিত বইটি প্রচার ও প্রসার করেছে যাহা বাংলাদেশ দন্ডবিধি ১৮৬০ এর ২৯৫, ২৯৫ক ও ৫০০ ধারার অধীন শাস্তিযোগ্য অপরাধ বটে।
এর পরিপ্রেক্ষিতে নোটিশ পাওয়ার পরবর্তী ১০ দিনের মধ্যে প্রকাশিত বইটি বাজার থেকে প্রত্যাহার ও এবং গোটা জাতির কাছে সংবাদ সম্মেলন করে কৃত কর্মের জন্য ক্ষমা প্রার্থনা করতে বলা হয়েছে। সেইসঙ্গে নিজেদের সংশোধন করার কথাও বলা হয়েছে। অন্যথায়, তাদের বিরুদ্ধে বাংলাদেশে প্রচলিত আইনের অধীনে দেওয়ানি ও ফৌজদারি আদালতে আইনানুগ নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।
সারাবাংলা/কেআইএফ/পিটিএম