Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এ বছর ডেঙ্গু আক্রান্ত ছাড়াল ৬২ হাজার, মৃত্যু ৩০০ জনের

সিনিয়র করেসপন্ডেন্ট
১ নভেম্বর ২০২৪ ২০:৫৩ | আপডেট: ১ নভেম্বর ২০২৪ ২৩:১৯

ঢাকা: বৃহস্পতিবার (৩১ অক্টোবর) থেকে শুক্রবার (১ নভেম্বর) পর্যন্ত ২৪ ঘণ্টা সময়ে দেশে আরও ৩৮২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে চলতি বছরের ১ নভেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬২ হাজার ১৯৯ জন। এর মাঝে ৫৭ হাজার ৯৩৮ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিন জনের মৃত্যু হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৩০০ জন।

বিজ্ঞাপন

শুক্রবার (১ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম থেকে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বিগত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মাঝে পুরুষ ২৪৮ জন ও নারী ১৩৪ জন। এর মাঝে ঢাকার দুই সিটি করপোরেশনের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১৭৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় বিগত ২৪ ঘণ্টায় ৩৫ জন রোগী নতুনভাবে হাসপাতালে ভর্তি হয়েছেন ডেঙ্গু আক্রান্ত হয়ে।

বিগত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগে ২৫ জন, চট্টগ্রাম বিভাগে ৬৩ জন, খুলনা বিভাগে ৪৬ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজশাহী বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১২ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিগত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন। সিলেট বিভাগে বিগত ২৪ ঘণ্টায় পাঁচজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে বলেও জানায় প্রতিষ্ঠানটি। রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় কোনো ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি না হওয়ার তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুমের তথ্যানুযায়ী, চলতি বছরের ১ নভেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৬২ হাজার ১৯৯ জন। এর মধ্যে ৬৩ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৭ শতাংশ নারী। চলতি বছর এ যাবত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৩০০ জন। এর মাঝে ৫১ দশমিক ৩ শতাংশ নারী ও ৪৮ দশমিক ৭ শতাংশ পুরুষ।

বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে তিন হাজার ৯৬১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন আছেন।

সারাবাংলা/এসবি/পিটিএম

টপ নিউজ ডেঙ্গু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর