কাকরাইল এলাকায় শনিবার সভা-সমাবেশ নিষিদ্ধ
১ নভেম্বর ২০২৪ ২০:২৩ | আপডেট: ২ নভেম্বর ২০২৪ ০১:০৯
ঢাকা: রাজধানীর পাইওনিয়ার রোড ও কাকরাইলসহ আশপাশের এলাকায় আগামীকাল শনিবার (২ নভেম্বর) সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এই এলাকাতেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শনিবার সমাবেশ আয়োজনের ঘোষণা দিয়ে রেখেছে জাতীয় পার্টি।
শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসানের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় জনশৃঙ্খলা রক্ষায় ডিএমপি অধ্যাদেশের ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে শনিবার (২ নভেম্বর) পাইওনিয়ার রোডের ৬৬ নম্বর ভবন, পাইওনিয়ার রোড ও কাকরাইলসহ আশপাশের এলাকায় যেকোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হলো।
আরও পড়ুন- ‘মরতে হয় মরে যাব, সমাবেশ আমরা করবই’
ডিএমপি কমিশনার ‘উদ্ভূত পরিস্থিতি’ সম্পর্কে কিছু জানাননি। তবে ডিএমপি কর্মকর্তারা জানিয়েছেন, রোববার এই এলাকায় জাতীয় পার্টির সমাবেশ ঘিরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই ডিএমপি এ সিদ্ধান্ত নিয়েছে।
ডিএমপি কমিশনারের জারি করা গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা পাইওনিয়ার রোডের ৬৬ নম্বর ভবনটি মূলত জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়। গতকাল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে এই ভবনের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। পরে জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর করে আগুনও দেওয়া হয়। এ অবস্থায় শনিবার জাতীয় পার্টির সমাবেশ হলে সেখানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হতে পারে— এমন আশঙ্কা থেকেই ডিএমপি সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জারি করেছে।
জাপা নেতারা বলছেন, রোববার সমাবেশ সামনে রেখে নেতাকর্মীদের সভা চলাকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের কার্যালয়ে হামলা চালায়। এ পরিস্থিতির মধ্যেও রোববার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার ঘোষণা দিয়ে রেখেছে দলটি। পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের শুক্রবার সংবাদ সম্মেলন করে বলেছেন, ‘আগামীকাল (শনিবার) জাতীয় পার্টির সমাবেশ হবে। মরতে হয় মরে যাব। জীবনের ঝুঁকি নিয়েও সমাবেশ আমরা করবই।’
ঢাকা মহানগর পুলিশের নিষেধাজ্ঞার পর জাতীয় পার্টির সমাবেশ শঙ্কার মধ্যে পড়ল। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে দলটির মন্তব্য জানা সম্ভব হয়নি।
সারাবাংলা/ইউজে/এসআর/টিআর