Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কমলার পাশে জে-লো, আস্থা রাখতে বললেন নারী শক্তিতে

আন্তর্জাতিক ডেস্ক
১ নভেম্বর ২০২৪ ১৬:৩৬ | আপডেট: ১ নভেম্বর ২০২৪ ১৮:৫৫

হ্যারিসের সমাবেশে বক্তব্য দিচ্ছেন লোপেজ

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস তারকাদের মেলা বসাচ্ছেন আগে থেকেই। এবার তার প্রচারে যুক্ত হলেন ল্যাটিনো হলিউড তারকা জেনিফার লোপেজ, ভক্তদের কাছে যার আদুরে নাম জে-লো। সেই জে-লো নারীদের গুরুত্ব দিয়ে বলেন, ‘আমি নারী শক্তিতে বিশ্বাস করি। এই নির্বাচনকে স্বতন্ত্র্য করার ক্ষমতা রয়েছে এই নারীদেরই।’

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে এক সমাবেশে পপস্টার ও হলিউড অভিনেত্রী জেনিফার লোপেজ এ কথা বলেন।

বিজ্ঞাপন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী কমলা হ্যারিসকে সমর্থন জানাতে তার সমাবেশে উপস্থিত হয়েছিলেন লোপেজ। সূচনা বক্তব্যে তিনি এই সমাবেশকে তার জন্য ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ মঞ্চ’ হিসেবে অভিহিত করেন।

লোপেজ তার সময়ের প্রভাবশালী ল্যাটিনো তারকাদের মধ্যে অন্যতম। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ল্যাটিনো বা হিস্প্যানিকদের ভোট অনেক সময় নির্ধারক হয়ে ওঠে। কমলার সমাবেশে অংশ নিয়ে তাই ল্যাটিনো ভোটারদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করেন লোপেজ। বলেন, ‘আমি ল্যাটিনোদের শক্তিতে বিশ্বাস করি।’

সমাবেশে কমলার নির্বাচনি প্রতিপক্ষ রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পেরও সমালোচনা করেন ‘অন দ্য ফ্লোর’ গান দিয়ে বিশ্ব কাঁপানো এই তারকা। বলেন, ‘তিনি (ট্রাম্প) আমাদের বিভক্ত করার জন্য কাজ করে আসছেন।’

এ বছরের মার্কিন নির্বাচন একদম ঘনিয়ে এসেছে। আর তিন দিন পর আগামী ৫ নভেম্বর হবে ভোটগ্রহণ। শেষ মুহূর্তে এসে প্রার্থীরা ‘সুইং স্টেট’গুলোর দিকে বাড়তি মনোযোগ দিচ্ছেন।

বিজ্ঞাপন

এই নির্বাচনে নেভাদাকেও একটি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য বিবেচনা করা হচ্ছে। এখানকার ভোটারদের মধ্যে ল্যাটিনো বা হিস্প্যানিকরা সংখ্যাগরিষ্ঠ। অঙ্গরাজ্যের মোট জনসংখ্যার প্রায় এক-চতুর্থাংশই তারা। এসব ভোটারদের সমর্থন জয় করতেই শেষ মুহূর্তে নেভাদার প্রচারে কমলা সঙ্গী করেছেন লোপেজকে।

সারাবাংলা/এসডব্লিউআর/টিআর

কমলা হ্যারিস জেনিফার লোপেজ নির্বাচন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন-২০২০

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর