Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যে কারণে স্থগিত রিয়াল-ভ্যালেন্সিয়া ম্যাচ

স্পোর্টস ডেস্ক
১ নভেম্বর ২০২৪ ১৪:৪৯

বন্যায় স্থগিত লা লিগার রিয়াল-ভ্যালেন্সিয়া ম্যাচ

স্মরণকালের অন্যতম ভয়াবহ বন্যায় বিপর্যস্ত স্পেন। দক্ষিণ-পূর্বাঞ্চলের এই বন্যার প্রভাব পড়েছে ফুটবলেও। বন্যার কারণে স্থগিত করা হয়েছে এই সপ্তাহের লা লিগার রিয়াল মাদ্রিদ ও ভ্যালেন্সিয়ার মধ্যকার ম্যাচও।

প্রবল বৃষ্টির কারণে গত সপ্তাহ থেকে স্পেনের ভ্যালেন্সিয়া অঞ্চলে দেখা দিয়েছে প্রবল বন্যা। এখন পর্যন্ত এই বন্যায় নিহত হয়েছেন দেড় শতাধিক মানুষ, নিখোঁজ রয়েছেন অনেকেই। বন্যা ও ভূমিধ্বসে ক্ষয়ক্ষতিও হয়েছে প্রচুর। স্পেন সরকার এমন ক্ষয়ক্ষতিতে ৩ দিনের রাষ্ট্রীয় শোকও ঘোষণা করেছে।

বিজ্ঞাপন

বন্যার কবলে পড়া ভ্যালেন্সিয়া অঞ্চলে এরই মাঝে গত সপ্তাহের কোপা দেল রের চারটি ম্যাচ স্থগিত করা হয়েছিল। এই সপ্তাহে হওয়ার কথা ছিল লিগের বেশ কয়েকটি ফুটবল ম্যাচ। এর মাঝে ছিল রিয়াল-ভ্যালেন্সিয়া হাই ভোল্টেজ ম্যাচও। সেই ম্যাচ শেষ পর্যন্ত স্থগিত করা হয়েছে। স্থগিত হয়েছে ভিয়ারিয়াল-রায়ো ভায়োকানো, লেভান্তে-মালাগা ম্যাচও।

লা লিগা কর্তৃপক্ষ এক জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ক্ষতিগ্রস্থ মানুষের পাশে থাকতেই ওই অঞ্চলের সব ম্যাচ স্থগিত করেছেন তারা, ‘স্প্যানিশ ফুটবল বন্যা কবলিত মানুষদের পাশে থাকতে চায়। এমন পরিস্থিতিতে ভ্যালেসিয়া অঞ্চলের সব ম্যাচ স্থগিত করা হচ্ছে। ম্যাচের পরবর্তী সূচি জানিয়ে দেওয়া হবে।’

পুরুষ ফুটবলের পাশাপাশি স্থগিত হয়েছে নারী ফুটবলের ম্যাচও। স্থগিত হওয়া দুটি ম্যাচের মাঝে আছে রিয়াল-লেভান্তে ম্যাচও।

এদিকে বন্যা কবলিতদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে স্পেনের বিভিন্ন ফুটবল ক্লাব। তাদের মাঝে সবচেয়ে এগিয়ে আছে রিয়াল মাদ্রিদ। তারা রেড ক্রসের সাথে একাত্মতা ঘোষণা করে এক মিলিয়ন ইউরো দান তহবিলে দিয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

ভ্যালেন্সিয়া রিয়াল মাদ্রিদ লা লিগা

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর