Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বৈষম্যহীন, দূর্নীতিমুক্ত ও মানবিক বাংলাদেশ দেখতে চাই’

সিনিয়র করেসপন্ডেন্ট
১ নভেম্বর ২০২৪ ১৪:২৩ | আপডেট: ১ নভেম্বর ২০২৪ ১৬:৫৩

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ, দূর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ চাই।’ দূর্নীতি এখনো আমাদের সমাজকে গ্রাস করে আছে, রন্ধ্রে রন্ধ্রে দূর্নীতি।

শুক্রবার (১ নভেম্বর) সকালে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের কাউন্সিল হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নবনির্বাচিত আমির মো. নূরুল ইসলাম বুলবুলের শপথ গ্রহণ অনুষ্ঠানে জামাতের কেন্দ্রীয় আমির এসব কথা বলেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ও সহকারী সেক্রেটারী মাওলানা রফিকুল ইসলাম খানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

ছাত্র জনতার আন্দোলনের কথা উল্লেখ করে জামায়াতের আমীর বলেন, ‘এই দায় যদি ভুলে যাই, আগামী দিনে যুবসমাজের মধ্যে ত্যাগের আর কোন মনোভাব দেখবোনা। আমরা তাদের সম্মানের জায়গায় রেখেছি। তারা যে কারণে ত্যাগ স্বীকার করেছে আমরা সেই লক্ষ্য প্রতিষ্ঠা করবো। ফলে এরচেয়েও সাহসী ও ত্যাগী জেনারেশন আগামীতেও পাবো ইনশাল্লাহ। আমরা ওটাই জাতির কাছে আশা করি৷’

সাংবাদিকদের উদ্দেশ্যে জামায়াতের আমীর বলেন, ‘যা কিছু ভালো, আসুন আমরা সবাই মিলে তার সাথে থাকি। আর যা কিছু বর্জন, আমরা তা ত্যাগ করি। মিডিয়া যদি সত্যিকার অর্থেই চতুর্থ স্তম্ভ ও ওয়াচ ডগ হিসাবে কাজ করে তাহলে কারোর পক্ষেই জালিম হওয়া সম্ভব নয়। আপনারা যদি কালোকে কালো বলেন, সাদাকে সাদা হিসাবে তুলে ধরেন, তাহলে কালোরা এই সমাজে মুখ দেখাতে পারবেনা। তারা সংশোধিত হতে বাধ্য হবে। তারা সংশোধিত হলে সাদার সংখ্যা বাড়বে।’

বিজ্ঞাপন

জামায়াতের গঠনমূলক সমালোচনা করার অনুরোধ জানিয়ে আমীর বলেন, ‘এক্ষেত্রে আমরা বারবার বলেছি এবং এখনো বলি- আপনারা (সাংবাদিক) জামাতী ইসলামকে সমালোচনা করবেন। আপনারা আমাদেরকে পরামর্শ দেবেন, গঠনমূলক পরামর্শ। আপনারা আমাদের দোয়া করবেন ও সত্যের পথে উৎসাহিত করবেন।’

জামায়াতের আমীর আরও বলেন, ‘আমরা আমাদের দেশের যুবকদের প্রতি অত্যন্ত আস্থাশীল। তারা সেটা পেরেছে এবং আগামীদিনেও পারবে।’

সারাবাংলা/ইএইচটি/এমপি

জামায়াতে ইসলামী ডা. শফিকুর রহমান

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর