Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পলিথিন ব্যাগ উৎপাদনকারীদের বিরুদ্ধে অভিযান শুরু রোববার

স্পেশাল করেসপন্ডেন্ট
১ নভেম্বর ২০২৪ ১৩:১১ | আপডেট: ১ নভেম্বর ২০২৪ ১৬:৩৯

মন্ত্রণালয়ের মনিটরিং টিম শুক্রবার সকালে পলিথিন ব্যাগের ব্যবহার নিষিদ্ধের নির্দেশ কার্যকর হচ্ছে কি না, তা মনিটরিং করে। ছবি: মন্ত্রণালয়

ঢাকা: সুপারশপের পর কাঁচাবাজারেও পলিথিন ব্যাগ নিষিদ্ধের ঘোষণা কার্যকর শুরু হয়েছে। এই নিষেধাজ্ঞা কার্যকর করতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পরিবেশ অধিদফতর গঠিত মনিটরিং কমিটি কাজ শুরু করেছে। পরিবেশ সচিব জানিয়েছেন, মনিটরিং অব্যাহত রাখার পাশাপাশি পলিথিন ব্যাগ উৎপাদনকারীদের বিরুদ্ধেও অভিযান চালানো হবে।

শুক্রবার (১ নভেম্বর) থেকে কাঁচাবাজারে পলিথিন ব্যাগ ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। এ দিন সকালে পরিবেশ মন্ত্রণালয় ও পরিবেশ অধিদফতর গঠিত মনিটরিং কমিটির বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনার সময় অতিরিক্ত সচিব (পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ) তপন কুমার বিশ্বাস এ তথ্য জানান।

বিজ্ঞাপন

পরিবেশ মন্ত্রণালয় গঠিত মনিটরিং টিমের আহ্বায়ক অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস বলেন, পরিবেশ রক্ষায় আগামী রোববার (৩ নভেম্বর) থেকে পলিথিন শপিং ব্যাগের উৎপাদনকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হবে। তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। এ বিষয়ে সব জেলা প্রশাসক ও পরিবেশ অধিদফতরের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

অতিরিক্ত সচিব বলেন, ‘১ ও ২ নভেম্বর সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) থাকায় ভ্রাম্যমাণ আদালত বন্ধ রয়েছে। তবে মনিটরিং কার্যক্রম চলছে, চলমান থাকবে। সবাই মিলে চেষ্টা করলে পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধ করা সম্ভব হবে।’ এ উদ্যোগ সফল করতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

অতিরিক্ত সচিবের নেতৃত্বে মনিটরিং কমিটি রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট ও আশপাশের বিভিন্ন সুপারশপে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করে।

মনিটরিং কমিটির সদস্যরা বাজার করতে আসা মানুষকে পলিথিন ব্যবহার না করে পাট ও কাপড়ের ব্যাগ ব্যবহারের অনুরোধ জানান। একই সঙ্গে দোকানিদের পলিথিন ব্যাগ ব্যবহার বন্ধে নির্দেশনা দেওয়া হয়। পরবর্তী অভিযানে পলিথিনের ব্যাগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস।

বিজ্ঞাপন

এ সময় পরিবেশ মন্ত্রণালয়ের মনিটরিং কমিটির সদস্য যুগ্মসচিব মোহাম্মদ রেজাউল করিম, উপসচিব রুবিনা ফেরদৌসী এবং পরিবেশ অধিদফতরের পরিচালক রাজিনারা বেগম ও পরিচালক মোহাম্মাদ মাসুদ হাসান পাটোয়ারীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে গত ১ অক্টোবর থেকে সুপারশপে পলিথিন বা পলিপ্রপিলিনের ব্যাগ নিষিদ্ধ করা হয়। এরপর আজ শুক্রবার (১ নভেম্বর) থেকে কাঁচাবাজারেও পলিথিন ব্যাগের ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছিলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

এ নিষেধাজ্ঞা কার্যকরে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। কমিটির আহ্বায়ক হিসেবে আছেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও আইন অনুবিভাগ)। সদস্য হিসেবে আছেন যুগ্ম সচিব (পরিবেশ-১ অধিশাখা), উপসচিব (পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ-১ ও ২) এবং জ্যেষ্ঠ সহকারী সচিব (পরিবেশ-৩)।

সারবাংলা/টিআর

পলিথিন ব্যাগ পলিথিন ব্যাগে নিষেধাজ্ঞা

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর