লেবাননে দিনে অন্তত ১ শিশু নিহত, আহত হচ্ছেন ১০ জন
৩১ অক্টোবর ২০২৪ ২৩:২৮ | আপডেট: ১ নভেম্বর ২০২৪ ১২:০৪
লেবাননে চলমান যুদ্ধে প্রতিদিন অন্তত একজন শিশু নিহত হচ্ছেন, আহত হচ্ছেন আরও ১০ জন। এ পরিস্থিতি শিশুদের জীবনকে বিপর্যস্ত করে তুলছে বলে প্রতিবেদন প্রকাশ করেন জাতিসংঘের বিশেষ সংস্থা ইউনিসেফ (জাতিসংঘের আন্তর্জাতিক শিশু তহবিল )।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সংগঠনটি প্রকাশিত একটি প্রতিবেদনে এসব তথ্য ওঠে আসে।
লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, ২০২৩ সালের অক্টোবর থেকে ১৬৬ জন শিশু নিহত হয়েছে এবং আহত হয়েছে অন্তত ১ হাজার ১৬৮ জন। মন্ত্রণালয় বলছে, দিনে দিনে এ সংখ্যা বাড়ছে।
প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ৪ অক্টোবর থেকে প্রতিদিন অন্তত একজন শিশু নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও ১০ জন। এ ছাড়াও হাজার হাজার শিশু মাসের পর মাস চলা বোমা হামলায় মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ‘যুদ্ধের পরিস্থিতিতে শিশুদের প্রয়োজন নিরাপদ পরিবেশ। শিশুরা যখন দীর্ঘস্থায়ী মানসিক চাপ সহ্য করে, তখন তারা গুরুতর শারীরিক স্বাস্থ্য ও মানসিক ঝুঁকির সম্মুখীন হয়। যার পরিণতি সারাজীবনের জন্য স্থায়ী হতে পারে।
গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে রাজধানী বৈরুতসহ লেবাননের বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে হাজারো মানুষ নিহত হয়েছে। যাদের মধ্যে অনেক বেসামরিক নাগরিক রয়েছে। তবে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবস্থান, অবকাঠামো ও অস্ত্রাগার লক্ষ্য করে এসব হামলা চালানো হচ্ছে।
সারাবাংলা/এইচআই