Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোদির ‘চাওয়ালা’ কৌশল নকল করছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
৩১ অক্টোবর ২০২৪ ২২:৩৬ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৪ ২২:৫৭

বাইডেনের আপত্তিকর মন্তব্যের জবাবে নির্বাচনি সমাবেশে ময়লা সংগ্রাহকের পোশাকে ডোনাল্ড ট্রাম্প

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘চাওয়ালা’ ধরনের নির্বাচনি প্রচারের যে কৌশল বেছে নিয়েছিলেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জিততে একই কৌশল অনুসরণ করছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নিবার্চনি সমালোচনাকে কাজে লাগিয়ে রাজনৈতিকভাবে ভোটারদের সহানুভূতি আদায়ের চেষ্টা করছেন তিনি।

রিপাবলিকান পার্টির সমর্থকদের সম্প্রতি ‘আবর্জনা’ বলে আখ্যায়িত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। পাল্টা জবাব দিতে বুধবার (৩০ অক্টোবর) একটি আবর্জনাবাহী ট্রাকে বসে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন ট্রাম্প। এর আগে, গত সপ্তাহে ট্রাম্প ম্যাকডোনাল্ডসে গ্রাহকদের সেবা দিয়েছিলেন।

বিজ্ঞাপন

ভারতীয় রাজনীতি দীর্ঘকাল ধরে অনুসরণ করছেন তারা মনে করছে, ট্রাম্পের কৌশলটি তার বন্ধু ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০১৪ সালের বিজয়ী ‘চাওয়ালা’ প্রচারণার খুব কাছাকাছি। যা তাকে নির্বাচনে জয়ী হতে সাহায্য করেছিল।

আবর্জনাবাহী ট্রাকের কেবিনে বসে ট্রাম্প বলেন, ‘আপনাদের কী আমার আবর্জনার ট্রাক পছন্দ হয়েছে। এই ট্রাক কমলা ও জো বাইডেনের সম্মানে। যুক্তরাষ্ট্রের মানুষকে ঘৃণা করে প্রেসিডেন্ট হতে পারবেন না। আমার বিশ্বাস, তাঁরা সেটাই করেন।’ সেখান থেকে গ্রিন বে’তে সমাবেশ করতে যান ট্রাম্প। সমাবেশে তাঁর গায়ে কমলা রঙের জ্যাকেট ছিল।

এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ‘আবর্জনা’ শব্দটি নিয়ে হইচই শুরু হয় গত রোববার। সেদিন নিউইয়র্ক সিটির ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ট্রাম্পের সমাবেশে তাঁর একজন মিত্র মঞ্চে উঠে বক্তব্য দেওয়ার সময় ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের দ্বীপপুঞ্জ পুয়ের্তো রিকোকে ‘আবর্জনার ভাসমান দ্বীপ’ বলেছিলেন। এমন বক্তব্যের পর প্রাথমিকভাবে রিপাবলিকান প্রচার শিবির বিষয়টি নিয়ে রক্ষণাত্মক অবস্থানে ছিল।

বিজ্ঞাপন

কিন্তু এ নিয়ে প্রেসিডেন্ট বাইডেনের মন্তব্যের পর ট্রাম্প বিষয়টি লুফে নেন এবং রাজনীতির খেলা শুরু করেন। তিনি দেখাতে চাইছেন, তিনি ও তাঁর সমর্থকেরাই বরং প্রতিপক্ষের কটু মন্তব্যের শিকার হয়েছেন।

২০১৪ সালে বিজেপি প্রায়ই তাদের বক্তব্যে জনসাধারণের কাছে আবেদন জানানোর জন্য রাজনৈতিক সমালোচনাকে প্রতীকে পরিণত করেছিল। সেবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিরোধীরা “চাওয়ালা” (চা-বিক্রেতা) বলে ঠাট্টার করেছিল।

সারাবাংলা/এইচআই

ডোনাল্ড ট্রাম্প মার্কিন নির্বাচন

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর