ঢাবিতে আবাসিক সংকট নিরসনে ‘বাঙ্ক বেড’ চালু
ঢাবি করেসপন্ডেন্ট
৩১ অক্টোবর ২০২৪ ১৯:০৯ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৪ ২২:২৪
৩১ অক্টোবর ২০২৪ ১৯:০৯ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৪ ২২:২৪
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবাসিক সংকট নিরসনে ‘বাঙ্ক বেড’ সিস্টেম চালু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঢাবির বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের শিক্ষার্থীদের আবাসিক সংকট নিরসনের লক্ষ্যে হলের বিভিন্ন কক্ষে ‘বাঙ্ক বেড’ স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) হলের এই ‘বাঙ্ক বেড’ স্থাপন কার্যক্রম পরিদর্শন করেন ঢাবি উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান।
এ সময় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মাহবুবা সুলতানা, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ, প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক ড. আব্দুল্লাহ-আল-মামুনসহ হলের আবাসিক শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এআইএন/পিটিএম