চবি ছাত্রলীগ নেতাকে পিটিয়ে পুলিশে দিলেন শিক্ষার্থীরা
৩১ অক্টোবর ২০২৪ ১৮:০২ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৪ ১৮:০৮
চট্টগ্রাম ব্যুরো: নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেনকে পিটিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে শিক্ষার্থীরা। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের মারধরের অভিযোগে মামলা আছে।
বুধবার (৩০ অক্টোবর) রাতে চবি ক্যাম্পাসে ফরহাদকে পেয়ে মারধর করে পুলিশ ফাঁড়িতে নিয়ে যান একদল শিক্ষার্থী। পুলিশ তাকে গ্রেফতার করে হাটহাজারী থানায় নিয়ে যায়।
গ্রেফতার ফরহাদ হোসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিবিএ অ্যাকাউন্টিং বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
জানা গেছে, ফরহাদ হোসেনের বিরুদ্ধে গত ১৫ জুলাই, কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের মারধরের অভিযোগ রয়েছে। সেদিনের ভিডিও ফুটেজে দেখা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফিকে শাটল ট্রেন থেকে মারধর করতে করতে নামায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় রাফিকে বাঁচাতে মিছিল নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রক্টর অফিসের দিকে যান। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার প্রাঙ্গণে গেলে হামলা চালায় ছাত্রলীগ। আটক ছাত্রলীগ নেতা ফাহিমসহ অন্যরা মিছিলে থাকা শিক্ষার্থীদের বেধড়ক মারধর করেন।
গ্রেফতারের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তানভীর মোহাম্মদ হায়দার আরিফ সারাবাংলাকে বলেন, ‘গত ১৫ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা-মারধরের অভিযোগে একজনকে আটক করে শিক্ষার্থীরা পুলিশে হস্তান্তর করেন। হামলার ঘটনায় যুক্ত থাকার কারণে ওই মামলায় তাকে গ্রেফতার করেছে পুলিশ।’
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান সারাবাংলাকে বলেন, ‘শিক্ষার্থীদের ওপর মারধরের ঘটনায় ফরহাদ হোসেনকে গত (বুধবার) রাতে গ্রেফতার করা হয়েছে। আজ সকালে সুনির্দিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে হাজির করা হয়। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’
সারাবাংলা/এমআর/এমপি