আস্থা ফিরছে পুঁজিবাজারে: ৩ দিনে সূচক বেড়েছে ৩০১ পয়েন্ট
৩১ অক্টোবর ২০২৪ ১৭:০৭ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৪ ১৯:১৬
ঢাকা: টানা দরপতনের পর ঊর্ধমুখীধারায় ফিরছে দেশের দুই পুঁজিবাজার। বৃহস্পতিবার ( ৩১ অক্টোবর) তৃতীয় দিন সূচকের উত্থানের মধ্যে দিয়ে শেষ হয়েছে লেনদেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ৩৪ পয়েন্ট। সূচকের পাশাপাশি বেড়েছে আর্থিক ও শেয়ার লেনদেন। সর্বশেষ তিন কার্যদিবসে সূচক বেড়েছে ৩০১ পয়েন্ট। এতে করে বিনিয়োগকারদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি পূর্ণগঠনের পর থেকে বাজারে কিছুটা অস্থিরতা শুরু হয়। এতে করে শুরু হয় দরপতন। সর্বশেষ দুই মাসে পুঁজিবাজারে প্রায় এক হাজার পয়েন্ট সূচকের পতন হয়েছে। সর্বশেষ গত সোমবার (২৮ জুন) ডিএসই‘র প্রধান সূচক কমে ৪ হাজার ৮৯৮ পয়েন্টে নেমে আসে। যা আগের চার বছরের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর ডিএসই‘র প্রধান সূচক ৪ হাজার ৮৯২ পয়েন্ট। তবে গত মঙ্গলবার থেকে টানা তিন সূচক আবার ঊর্ধমুখীধারায় ফিরে আসে।
সূত্র মতে, বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩৪ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৯৯ পয়েন্টে উঠে আসে। এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৪৪ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯২৬ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে ৫৫৬ কোটি ৩০ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৫১৯ কোটি ৩১ লাখ ২৭ হাজার টাকা। দিনশেষ ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২১২টি কোম্পানির, বিপরীতে ১৫১ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৩৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
সারাবাংলা/জিএস/এসআর