Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিচারপতি জুবায়েরের নেতৃত্বে সার্চ কমিটির প্রজ্ঞাপন জারি

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ অক্টোবর ২০২৪ ১২:৪৮ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৪ ১৩:০৪

ঢাকা: নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য ছয় সদস্যের সার্চ কমিটি বা অনুসন্ধান কমিটি গঠন করেছেন রাষ্ট্রপতি। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী রয়েছেন কমিটির নেতৃত্বে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সার্চ কমিটি গঠনের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ১৫ কার্যদিবসের মধ্যে এই কমিটি নির্বাচন কমিশন গঠনের জন্য সম্ভাব্য যোগ্য ব্যক্তিদের তালিকা চূড়ান্ত করে রাষ্ট্রপতির কাছে জমা দেবে।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপন অনুযায়ী সার্চ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সদস্য হিসেবে রয়েছেন বিচার বিভাগের আরেক প্রতিনিধি হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এ কে এম আসাদুজ্জামান।

আরও পড়ুন- ‘নির্বাচনমুখী’ যাত্রায় সরকার, কারা থাকছেন সার্চ কমিটিতে

সার্চ কমিটিতে পদাধিকারবলে সদস্য হিসেবে রয়েছেন বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নুরুক ইসলাম। সদস্য হিসেবে আরও থাকছেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম।

সার্চ কমিটিতে রাষ্ট্রপতি মনোনীত সদস্য রয়েছেন দুজন। তারা হলেন— ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) এবং সরকারি কর্ম কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. জিন্নাতুন নেছা তাহমিদা বেগম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সার্চ কমিটি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২ অনুযায়ী দায়িত্ব ও কার্যাবলি সম্পন্ন করবে। মন্ত্রিপরিষদ বিভাগ এই কমিটির কার্যক্রমে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা দেবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন- নির্বাচনের যাত্রা শুরু, সার্চ কমিটি নিয়ে শিগগিরই প্রজ্ঞাপন: আইন উপদেষ্টা

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইনে সার্চ কমিটির দায়িত্ব ও কার্যক্রম সম্পর্কে বলা রয়েছে ৪ ধারায়। এই ধারার ১ উপধারায় বলা হয়েছে, অনুসন্ধান কমিটি স্বচ্ছতা ও নিরপেক্ষতার নীতি অনুসরণ করে দায়িত্ব পালন করবে। এই কমিটি আইনে বর্ণিত যোগ্যতা, অযোগ্যতা, অভিজ্ঞতা, সততা ও সুনাম বিবেচনা করে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার পদে নিয়োগদানের জন্য রাষ্ট্রপতির কাছে সুপারশ করবে।

নির্বাচন কমিশন গঠনের জন্য যোগ্য ব্যক্তি সন্ধানের বিষয়ে ২ উপধারায় বলা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার পদে নিয়োগদানের উদ্দেশ্যে সার্চ কমিটি এই আইনে বর্ণিত যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের অনুসন্ধান করবে। এ উদ্দেশ্যে রাজনৈতিক দল এবং পেশাজীবী সংগঠনের কাছ থেকে এই কমিটি নাম আহবান করিতে পারবে। প্রতিটি শূন্য পদের বিপরীতে এই কমিটি রাষ্ট্রপতির কাছে দুজন করে ব্যক্তির নাম সুপারিশ করবে।

সারাবাংলা/জিএস/টিিআর

অনুসন্ধান কমিটি নির্বাচন কমিশন সার্চ কমিটি

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর