Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাটিং বিপর্যয়ের পর মোমিনুল-তাইজুলের প্রতিরোধ

স্পোর্টস ডেস্ক
৩১ অক্টোবর ২০২৪ ১২:০৫ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৪ ১৮:৪১

লড়ে যাচ্ছেন মোমিনুল-তাইজুল

প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার করা ৫৭৫ রানের পাহাড়সম স্কোরের জবাব দিতে নেমে দ্বিতীয় দিনের শেষভাগে ৪ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। চট্টগ্রামে তৃতীয় দিনের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছিলেন শান্তরা। কাগিসো রাবাদার বিধ্বংসী বোলিংয়ে ৪৮ রানেই ৮ উইকেট হারিয়ে রীতিমত দিশেহারা ছিল বাংলাদেশ। তবে রাবাদার ফাইফারের পর ৯ম উইকেটে মোমিনুল-তাইজুলের দুর্দান্ত এক জুটিতে লাঞ্চের আগে অলআউট হওয়া থেকে বেঁচে গেছে দল। এই জুটির প্রতিরোধে লাঞ্চ পর্যন্ত ৮ উইকেটে ১৩৭ রান তুলেছে বাংলাদেশ। এখনো দক্ষিণ আফ্রিকার চেয়ে ৪৩৮ রানে পিছিয়ে আছেন শান্তরা।

বিজ্ঞাপন

তৃতীয় দিনের শুরুতেই অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে হারায় বাংলাদেশ। ৯ রান করা শান্তকে ফেরান রাবাদা। পরের ওভারে ফেরেন মুশফিকও। রানের খাতা না খুলেই প্যাটারসনের বলে জর্জির হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি।

পরের ওভারে জোড়া আঘাত হানেন রাবাদা। মেহেদি মিরাজ ও অভিষেক হওয়া মাহিদুল ইসলামকে ফিরিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপকে রীতিমত ধ্বংসস্তূপে পরিণত করেন তিনি। ১ রান করে মিরাজ প্যাভিলিয়নে ফিরেছেন ভেরেইনের হাতে ক্যাচ দিয়ে। শূন্য রানে মাহিদুল ফিরেছেন এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে। এতেই টানা দুই ইনিংসে ফাইফার পেলেন রাবাদা।

৪৮ রানে ৮ উইকেট হারিয়ে অল্পতেই অলআউট হওয়ার শঙ্কায় ছিল বাংলাদেশ। সেখান থেকে অবিশ্বাস্য এক জুটি গড়ে বিপর্যয় সামাল দিয়েছেন মোমিনুল-তাইজুল। ৯ম জুটিতে দারুণ ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকান বোলারদের হতাশায় ডুবিয়েছেন এই জুটি।

রাবাদা-মহারাজদের সামলে মোমিনুল-তাইজুল জুটি দলের স্কোর ১০০ পার করেছেন। মোমিনুল-তাইজুল জুটি লাঞ্চ পর্যন্ত তুলেছে ৮৯ রান। ৮ চার ও এক ছক্কায় ৭৪ রান করে অপরাজিত আছেন মোমিনুল। তাকে দারুণভাবে সঙ্গ দিচ্ছেন তাইজুল, তিনি অপরাজিত আছেন ১৮ রানে।

৩৭ রানে ৫ উইকেট নিয়ে এখন পর্যন্ত আফ্রিকার সেরা বোলার রাবাদা। ২টি উইকেট নিয়েছেন প্যাটারসন।

সারাবাংলা/এফএম

বাংলাদেশ- দক্ষিণ আফ্রিকা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর