নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন
৩১ অক্টোবর ২০২৪ ১০:২৯ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৪ ১২:১০
ঢাকা: নানা আয়োজনের মধ্য দিয়ে সারাদেশে পালিত হচ্ছে “জাতীয় যুব দিবস”।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর রোলার স্কেটিং কমপ্লেক্সের সামনে দিবসটির উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
এবারের যুব দিবসের প্রতিপাদ্য- ‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ।’
দিবসটি উদযাপন উপলক্ষ্যে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও যুব উন্নয়ন অধিদফতরের আয়োজনে বর্ণাঢ্য যুব শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া’র উদ্বোধনের পর শোভাযাত্রাটি রোলার স্কেটিং কমপ্লেক্স থেকে শুরু হয়ে সচিবালয়-হাইকোর্ট-শাহবাগ দিয়ে বাংলামোটর-মগবাজার ঘুরে মৎস্য ভবন হয়ে আবারও সচিবালয়ে এসে শেষ হয়।
এসময় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ যুব উন্নয়ন অধিদপ্তরের নানা উদ্যোগের কথা তুলে ধরে বলেন, ‘প্রতিষ্ঠানটি তরুনদের প্রশিক্ষন দিয়ে থাকে। এ লক্ষ্যে নানা ধরনের কর্মমুখী প্রশিক্ষন চলমান বলে জানান। দেশে ৫ লাখ বেকার যুবককে কর্মসংস্থান করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।’
উল্লেখ্য, প্রতিবছর ১ নভেম্বর জাতীয় যুব দিবস হিসেবে পালন করা হয়। এবার একদিন আগে উদযাপন করা হলো। প্রতি বছরের মতো এবারও যুবকদের পুরষ্কার দেবে মন্ত্রণালয়। এবার দুই ক্যাটাগরিতে ২০ টি পুরষ্কার দেওয়া হবে বলে জানিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়।
সারাবাংলা/ জেআর/এনজে