বেরোবির সব বিভাগে পড়ানো হবে ‘জুলাই অভ্যুত্থান’র ইতিহাস
৩০ অক্টোবর ২০২৪ ২২:৩০ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৪ ১৮:৪২
রংপুর: বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে আবু সাঈদসহ সকল বীর শহিদের আত্মত্যাগের মর্মার্থ শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে জুলাই অভ্যুত্থানের ইতিহাস অন্তর্ভুক্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার একাডেমিক কাউন্সিলের অনুষ্ঠিত ৪৯তম সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সব বিভাগে বাংলাদেশ স্টাডিজ কোর্সে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের ইতিহাস একটি অধ্যায় হিসেবে অন্তর্ভুক্ত করা হচ্ছে।
উপাচার্য ড. শওকাত আলী বলেন, ‘জুলাই অভ্যুত্থানের প্রথম শহিদ আবু সাঈদের আত্মত্যাগ ও ইতিহাস যেন আগামী প্রজন্ম ভুলে না যায়, সেজন্য পাঠ্যক্রমে একটি অধ্যায় অন্তর্ভুক্ত হবে। এতে শিক্ষার্থীরা সমকালীন ইতিহাসের সঙ্গে পরিচিত হবে। একইসঙ্গে জাতীয় চেতনা ও বীরত্বের মর্মার্থ উপলব্ধি করতে পারবে।’
সারাবাংলা/পিটিএম