গণপিটুনিতে শীর্ষ সন্ত্রাসী রমজান নিহত
স্টাফ করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২৪ ২০:৫৮ | আপডেট: ৩০ অক্টোবর ২০২৪ ২৩:৫৫
৩০ অক্টোবর ২০২৪ ২০:৫৮ | আপডেট: ৩০ অক্টোবর ২০২৪ ২৩:৫৫
ঢাকা: রাজধানীর সবুজবাগের বাইকদিয়া এলাকায় গণপিটুনিতে রমজান আলী (৩৫) নামের এক শীর্ষ সন্ত্রাসী নিহত হয়েছেন।
বুধবার (৩০ অক্টোবর) বিকেলে পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে। রমজানের বিরুদ্ধে অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সবুজবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াছিন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিকালে রমজান বাইকদিয়া এলাকায় আসলে স্থানীয়রা তাকে পেয়ে উত্তেজিত হয়ে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি আরো বলেন, রমজানের বিরুদ্ধে অনেক মামলা রয়ছে। তার উৎপাতে এলাকার মানুষ অতিষ্ঠ ছিল। দীর্ঘদিনের ক্ষোভ থেকে রমজান আলীকে পিটিয়ে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
সারাবাংলা/এসএসআর/এসআর