Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুনের মামলায় রিমান্ডে সাবেক এমপি লতিফ

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২৪ ২০:৫৮ | আপডেট: ৩০ অক্টোবর ২০২৪ ২৩:৫৫

আদালত প্রাঙ্গণে এম এ লতিফ

চট্টগ্রাম ব্যুরো: সাবেক সংসদ সদস্য এম এ লতিফের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (৩০ অক্টোবর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান জিনিয়া শুনানি শেষে এ আদেশ দেন।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজুর রহমান সারাবাংলাকে জানান, ‘ডবলমুরিং থানার একটি হত্যা মামলায় চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এম এ লতিফকে জিজ্ঞাসাবাদ করতে পুলিশ পাঁচদিনের রিমান্ডের আবেদন করে। আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তাকে আবার কারাগারে পাঠানো হয়েছে।’

বিজ্ঞাপন

বুধবার বিকেলে কড়া নিরাপত্তার মধ্যে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে আনা হয় এম এ লতিফকে।

গত ৫ আগস্ট বিকেলে নগরীর ডবলমুরিং থানা এলাকায় আনন্দ মিছিল করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান মো. আলম নামে এক ব্যক্তি। গত ২২ সেপ্টেম্বর রাতে ডবলমুরিং থানায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, সাবেক সংসদ সদস্য এম এ লতিফসহ ২২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন আলমের ভাই জামাল উদ্দিন।

গত ১৭ আগস্ট নগরীর বায়েজিদ বোস্তামী মাজার গেট এলাকা থেকে এম এ লতিফকে গ্রেফতার করে পুলিশ। ওইদিনই বিকেলেই তাকে ডবলমুরিং থানার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। গত ৮ অক্টোবর কারাগারের শৌচাগারে ওজু করতে গিয়ে পড়ে মাথায় আঘাত পান এম এ লতিফ। এরপর টানা ২০ দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের প্রিজন সেলে তিনি চিকিৎসাধীন ছিলেন। গত ২৮ অক্টোবর তাকে কারাগারে আনা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইসি/এইচআই

এম এ লতিফ রিমান্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর