Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নগর ভবনে ঢুকে নারী কর্মীকে ছুরিকাঘাত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২৪ ১৮:২৯ | আপডেট: ৩০ অক্টোবর ২০২৪ ২১:৪৩

রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) নগর ভবনে ঢুকে বর্ষা রানী সাহা (২৮) নামে এক নারী কর্মীকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।

বুধবার (৩০ অক্টোবর) দুপুরের এ ঘটনায় নগরের বোয়ালিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই নারী। তবে হামলাকারী কাউকে তিনি চিনতে পারেননি বলে জানিয়েছেন পুলিশকে।

বর্ষা রানী সাহা রাসিকের তথ্যকেন্দ্রের কর্মী। নগর ভবনের নিচতলায় তার অফিস। ঘটনার পর তিনি হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়েছেন।

বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাসুদ জানান, হাতে ব্যান্ডেজ নিয়ে ওই নারী থানায় আসেন। তিনি জানিয়েছেন নগর ভবনে ঢুকে তিন তরুণ তাকে মারধর করেন। এরপর একজন ছুরিকাঘাত করেন। তবে তিনি কাউকে চেনেন না বলে জানান। অভিযোগ গ্রহণ করে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দীন বলেন, বর্ষা চিকিৎসার পর থানায় জিডি করতে গেছেন বলে শুনেছি। কেন এমন ঘটনা ঘটেছে সে বিষয়টি জানার চেষ্টা করছি।

সারাবাংলা/এসআর

ছুরিকাঘাত নগর ভবন রাজশাহী

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর