Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দেশে মানসিক রোগী ৩ কোটি’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২৪ ১৮:০০ | আপডেট: ৩০ অক্টোবর ২০২৪ ১৮:০৪

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে আলোচনা সভা। ছবি: সারাবাংলা।

খুলনা: ধারণা করা হয় বিশ্বে প্রতি ছয়জনে একজন কোন না কোনভাবে মানসিক রোগে আক্রান্ত। এ হিসেবে বাংলাদেশে মানসিক রোগীর সংখ্যা প্রায় তিন কোটি। মানসিক রোগীদের মধ্যে ৯১ শতাংশ প্রাপ্তবয়ষ্ক ও ৯৪.৩ শতাংশ শিশু চিকিৎসাসেবার বাইরে থেকে যাচ্ছে।

বুধবার (৩০ অক্টোবর) সকালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত বক্তারা এসব তথ্য তুলে ধরেন। খুলনা সিভিল সার্জনের কার্যালয় খুলনা জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে এই আলোচনাসভার আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

মানসিক রোগের কারণ হিসেবে নগর জীবনের ব্যস্ততা, আর্থ-সামাজিক অবস্থা, হতাশা-অপ্রাপ্তি, অনলাইনে অতিরিক্ত সময় কাটানো, খেলাধুলা-সাংস্কৃতিক চর্চার ঘাটতিকে দায়ী করা হয়। মানসিক রোগ থেকে মুক্তি পেতে গৃহ এবং কর্মস্থলে স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলা, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সৌহার্দ্যময় সম্পর্ক গড়ে তোলা, বন্ধুত্বপূর্ণ আচরণ ও পরিবারে সদস্যদের পর্যাপ্ত সময় দেওয়া প্রয়োজন।

সভায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য দপ্তরের বিভাগীয় পরিচালক ডা. মো. মনজুরুল মুরশিদ। খুলনার সিভিল সার্জন ডা. শেখ সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান, গাজী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. শাম্মী আখতার ও খুলনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. সাইফুল ইসলাম রাজু বক্তৃতা করেন। স্বাগত বক্তব্য দেন ডেপুটি সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেন। সভা সঞ্চালনা করেন সিভিল সার্জন দপ্তরের মেডিকেল অফিসার ডা. শেখ সাদিয়া মনোয়ারা ঊষা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসআর

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২০ মানসিক রোগী