Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জরায়ু ক্যান্সার টিকা নিয়ে ৬০ ছাত্রী অসুস্থ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২৪ ১৬:৫৬ | আপডেট: ৩০ অক্টোবর ২০২৪ ১৭:০১

বরিশাল: জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ টিকা নেওয়ার পর ভোলার বোরহানউদ্দিন উপজেলায় জ্ঞানদা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৬০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা ১১টার দিকে ওই বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এদের মধ্যে পাঁচ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অসুস্থ শিক্ষার্থীদের বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। তাদের মধ্যে সপ্তম শ্রেণির খাদিজা ইসলাম, তামান্না ও রাফিয়া আখতার, অষ্টম শ্রেণির মিতু বেগম এবং ষষ্ঠ শ্রেণির মারিয়া আখতারকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের চিকিৎসক নাহিদ সুলতানা বলেন, টিকার প্রভাবে শিক্ষার্থীরা ভয় পেয়েছে, এতে তারা কিছুটা অসুস্থ হয়েছে। তবে তারা এখন সুস্থ।

জ্ঞানদা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নোমান বলেন, সকালে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ১০ থেকে ১৪ বছরের মেয়েদের জরায়ুমুখ ক্যান্সারের টিকা দেওয়া হয়। টিকা নেওয়ার কিছুক্ষণ পর প্রায় ৬০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক তাদের বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। এর মধ্যে অনেকেই সুস্থ হয়ে বাসায় ফিরেছে। তবে বেশি অসুস্থ পাঁচজনকে ভোলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ভোলার সিভিল সার্জন ডা. মো. মনিরুল ইসলাম বলেন, এটা গণমনস্তাত্ত্বিক রোগ। এটা ভয় থেকে হয়। যা কয়েক ঘণ্টার পর ঠিক হয়ে যাবে।

ভোলা জেলা প্রশাসক (ডিসি) মো. আজাদ জাহান বলেন, শিশুরা মূলত মাস সাইকোলজিক্যাল ইলনেসে আক্রান্ত হয়েছে। এটি তেমন গুরুতর কোনো রোগ না। এতে ভয়ের কোনো কারণ নেই। ইতোমধ্যে অনেক শিক্ষার্থী বাড়িতে ফিরে গেছে। ঘটনার পর আপাতত ওই স্কুলে টিকাদান কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ঢাকা বাদে বাকি সাত বিভাগে ৬২ লাখ কিশোরীকে হিউম্যান পেপিলোমা ভাইরাসের (এইচপিভি) টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। গত ২৪ অক্টোবর থেকে পঞ্চম থেকে নবম শ্রেণির ছাত্রী এবং স্কুলের বাইরে থাকা ১০ থেকে ১৪ বছরের কিশোরীকে বিনামূল্যে এই টিকা দেওয়া শুরু হয়েছে।

সারাবাংলা/এসআর

ক্যান্সার প্রতিরোধ টিকা জরায়ুমুখ শিক্ষার্থী অসুস্থ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর