Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যেভাবে দেখা যাবে সাফের ফাইনাল


৩০ অক্টোবর ২০২৪ ১৭:০০

সাফের ট্রফির সামনে বাংলাদেশ-নেপাল অধিনায়ক

নারী সাফ ফুটবলের ফাইনালে আজ সন্ধ্যায় নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত এই ফাইনাল অবশ্য দেখা যাবে না কোনো টিভি চ্যানেলে।

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ১-১ গোলে ড্র করে গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাওয়ার শঙ্কা জেগেছিল। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। সেমিফাইনালে ভুটানকে পেয়েছিল বাংলাদেশ। গতবারের মতো এবারও তাদের বিধ্বস্ত করেই ফাইনালে উঠেছে বাংলাদেশের মেয়েরা। সেমিতে ভুটানকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে তারা।

বিজ্ঞাপন

সাফের ফাইনালে আজ বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক নেপাল। ভারতকে টাইব্রেকারে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফের ফাইনালে উঠেছে তারা। গত আসরের ফাইনালের মতো আজও মুখোমুখি বাংলাদেশ-নেপাল।

বাংলাদেশ-নেপাল ফাইনাল ম্যাচ অবশ্য দেখা যাবে না কোনো টিভি চ্যানেলে। কান্তিপুর এইচডি ম্যাক্স নামের একটি নেপালি ইউটিউব চ্যানেলেই লাইভ দেখানো হবে এই ফাইনাল। পুরো টুর্নামেন্টের সবগুলো ম্যাচ সরাসরি দেখিয়েছে এই চ্যানেলটি। আজ সন্ধ্যা ৬.৪৫ মিনিটে শুরু হবে সাফের ফাইনাল।

নারী সাফ ফাইনাল নেপাল বাংলাদেশ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর