নিখোঁজ আরেক এএসআইয়ের মরদেহ উদ্ধার
৩০ অক্টোবর ২০২৪ ১৩:৩০ | আপডেট: ৩০ অক্টোবর ২০২৪ ১৫:১৩
কুষ্টিয়া: ৫২ ঘন্টা পর কুষ্টিয়ার কুমারখালীর পদ্মা নদীতে দূর্বত্তদের হামলায় নিখোঁজ আরেক এএসআই মুকুল হোসেনের মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে হামলার ঘটনাস্থল থেকে ৪৫ কিলোমিটার দূরে পাবনার সুজানগর থানার মোহনপুর এলাকায় পদ্মা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, এএসআই মুকুলের মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে জেলেরা পুলিশে খবর দিলে পুলিশ তার মরদেহ উদ্ধার করে নাজিরগঞ্জ পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করে।
আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি কুমারখালীতে এনে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এর আগে, মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে শিলাইদহ ঘাট এলাকার পদ্মা নদী থেকে এএসআই সদরুল আলমের মরদেহ উদ্ধার করা হয়।
উল্লেখ্য, সোমবার (২৮ অক্টোবর) ভোর রাতে কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের বেড় কালোয়া এলাকার পদ্মা নদীতে আসামী ধরতে গেলে দুর্বৃত্তরা তাদের উপর হামলা চালিয়ে মারধর করে।
এ সময় নৌকায় থাকা এএসআই সদরুল আলম এবং এএসআই মুকুল হোসেন নদীতে ঝাঁপ দেন। এরপর থেকেই তারা নিখোঁজ ছিলেন।
তাদের উদ্ধারে পুলিশের একাধিক দল নৌকা নিয়ে পদ্মায় তল্লাশি চালানোর পাশাপাশি কুষ্টিয়া ও কুমারখালী ফায়ার সার্ভিস এবং খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরী দল নদীতে উদ্ধার তৎপরতা চালায়।
এই হামলার ঘটনায় আহত হয়েছেন এসআই নজরুল ইসলাম এবং কয়া ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ড সদস্য ছানোয়ার হোসেন।
সারাবাংলা/এসডব্লিউআর