চট্টগ্রামে জুস কারখানায় আগুন
৩০ অক্টোবর ২০২৪ ১১:৪৫ | আপডেট: ৩০ অক্টোবর ২০২৪ ১৪:৫৮
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর একটি জুস কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (৩০ অক্টোবর) ভোরে নগরীর খুলশী থানার ইয়াকুব ফিউচার পার্ক হাউজিং সোসাইটি এলাকার সজীব জুস কারখানায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুর রাজ্জাক সারাবাংলাকে জানান, ভোর ৪টার দিকে খুলশী এলাকার একটি জুসের কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করে। প্রায় সাড়ে তিন ঘণ্টা চেষ্টার পর সকাল ৭টা ৫৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আমাদের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুন লেগেছে। ভোরে আগুন লাগার সময় কারখানায় কোনো শ্রমিক ছিল না। তাই তেমন হতাহতের ঘটেনি। তবে আগুন নেভাতে গিয়ে স্থানীয় তিনজন স্থানীয় সামান্য আহত হয়েছেন। তাদের আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি।
সারাবাংলা/আইসি/ইআ