Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২৪ ১১:৪৯ | আপডেট: ৩০ অক্টোবর ২০২৪ ১৪:৫৮

নিহত আনিসুর রহমান। ছবি: সারাবাংলা

যশোর: চৌগাছা উপজেলার আনিছুর রহমান (৫৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (৩০অক্টোবর) ভোররাত সাড়ে ৪টার দিকে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে চৌগাছার জগন্নাথপুর গ্রামে ঘটনাটি ঘটে।

নিহতের ভাই ও চৌগাছা রিপোর্টার্স ক্লাবের সভাপতি শাহানূর আলম উজ্জ্বল জানান, রাতে স্থানীয় চায়ের দোকানে বসে চা পান করছিলেন আনিছুর। এসময় লেন্টু, হাদী, আমিনের নেতৃত্বে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। মুমূর্ষু অবস্থায় রাতেই তাকে যশোর সদর হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আনিছুরের বড় ভাই চৌগাছার সিংহঝুলি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসা হোসেনকে ২০০২ সালে একই সন্ত্রাসী গোষ্ঠী হত্যা করেছিলো বলে দাবি করেন শাহানূর আলম উজ্জ্বল।

যশোর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন-অর-রশিদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।

সারাবাংলা/এমপি

হত্যা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর