Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যে কারণে ব্যালন ডি অর পাননি ভিনিসিয়াস

স্পোর্টস ডেস্ক
৩০ অক্টোবর ২০২৪ ০৯:৩৬ | আপডেট: ৩০ অক্টোবর ২০২৪ ১৮:২৫

অনেক প্রত্যাশার পরেও ব্যালন ডি অর জেতেননি ভিনি

পুরস্কার ঘোষণার কয়েক ঘণ্টা আগ পর্যন্ত বিজয়ী হিসেবে তার নামটাই শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত ভিনিসিয়াস জুনিয়রের হাতে ওঠেনি ব্যালন ডি অর, স্পেনের রদ্রিই জিতেছেন এই খেতাব। ভিনিসিয়াসের পুরস্কার না জেতা নিয়ে আলোচনা সমালোচনা যেন থামছেই না। এসবের মাঝে ব্যালন ডি অরের আয়োজক কমিটি ও ফ্রান্স ফুটবলের প্রধান ভাসা গাসিয়া বলছেন, সংক্ষিপ্ত তালিকায় অন্য রিয়াল মাদ্রিদ ফুটবলার থাকার কারণেই ভোট কম পেয়েছেন ভিনিসিয়াস।

বিজ্ঞাপন

ব্যালন ডি অরের এবারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশের পর থেকেই শোনা যাচ্ছিল, রিয়াল ও ব্রাজিল তারকা ভিনিসিয়াসের হাতেই উঠবে পুরস্কার। গত মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগে দুর্দান্ত পারফর্ম করা ভিনিসিয়াস অবশ্য শেষ পর্যন্ত ব্যালন জিততে পারেননি। প্রিমিয়ার লিগ ও ইউরোতে দারুণ পারফরম্যান্স দেখানো সিটি ও স্পেন মিডফিল্ডার রদ্রির হাতেই উঠেছে এই ট্রফি। ভিনিসিয়াসের পুরস্কার না জেতার খবর আগেভাগে জেনে যাওয়ায় অনুষ্ঠান বয়কটও করেছিল পুরো রিয়াল মাদ্রিদ দল।

বিজ্ঞাপন

তবে দুদিন পেরিয়ে গেলেও ভিনিসিয়াসের ব্যালন ডি অর না জেতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা যেন কমছেই না। ‘অন্যায়ভাবে’ ভিনিসিয়াসকে ব্যালন ডি অর দেওয়া হয়নি, এমন অভিযোগও করছেন অনেকেই। ঠিক কি কারণে ভিনির হাতে এই পুরস্কার ওঠেনি, এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবখানেই।

এসবের মাঝেই ফরাসি পত্রিকা দৈনিক লেকিপকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ফ্রান্স ফুটবলের প্রধান গাসিয়া জানিয়েছেন ভিনিসিয়াসের ব্যালন ডি অর না জেতার সম্ভাব্য কারণ, ‘বেলিংহাম ও কারভাহাল ভিনিসিয়াসের কিছু পয়েন্ট নিয়ে গেছে। তাদের বেশ কয়েকজন ফুটবলার সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছিল বলে ভোটও ভাগ হয়ে গেছে। এসবের মাঝে লাভ হয়েছে রদ্রির।’

গাসিয়া বলছেন, ফলাফল আগে প্রকাশের জন্য তাকে চাপ দেওয়া হয়েছিল, ‘কে বিজয়ী হবে সেটা কেউ জানতেন না। সব ক্লাবই আমাকে ফলাফল আগেভাগে প্রকাশের জন্য চাপ দিয়েছিল। রিয়াল মাদ্রিদ থেকেও চাপ দেওয়া হয়েছিল। তবে আমি সবসময় ন্যায়ের পক্ষেই ছিলাম। তারা হয়তো নিজেদের অনুমান থেকে ভিনিসিয়াসের জয়ের কথা ভেবেছে।’

সারাবাংলা/এফএম

ব্যালন ডি অর ভিনিসিয়াস জুনিয়র

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর