Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ বাস চলাচল বন্ধে দুর্ভোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২৪ ২০:২৯ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৪ ২০:৩২

রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে দুই দিন ধরে বাস চলাচল বন্ধ।

রাজশাহী: শ্রমিকদের মারধরের জেরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে দ্বিতীয় দিনেও বাস চলাচল করেনি। এ নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বুধবার (৩০ অক্টোবর) আলোচনায় বসতে পারেন দুই জেলার শ্রমিক নেতারা। এরপর বাস চলাচল শুরু হতে পারে বলে জানিয়েছেন রাজশাহীর শ্রমিক নেতারা।

দুই জেলার বাসশ্রমিকদের মধ্যে বিরোধের সূত্রপাত গত শনিবার রাতে। সেদিন রাজশাহীর একটি বাসে যাচ্ছিলেন চাঁপাইনবাবগঞ্জের এক বাসশ্রমিক। তার কাছে ভাড়া চাওয়াকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জে ওই বাসের শ্রমিকদের মারধর করা হয়। এরপর রোববার দুই জেলার শ্রমিক নেতারা বসেছিলেন। চাঁপাইনবাবগঞ্জ আশ্বাস দিয়েছিল, আর কাউকে মারধর করা হবে না। কিন্তু সোমবার সকালে রাজশাহীর দুটি বাস চাঁপাইনবাবগঞ্জে গেলে আবারও ছয়জন শ্রমিককে মারধর করা হয়।

বিজ্ঞাপন

এরপর থেকে রাজশাহী থেকে কোন বাস চাঁপাইনবাবগঞ্জ যেতে দিচ্ছেন না শ্রমিকেরা। চাঁপাইনাবগঞ্জে থাকা রাজশাহীর কিছু বাসও বের হতে দেওয়া হচ্ছে না। এমনকি ঢাকাসহ দুরপাল্লার কোন বাসও চাঁপাইনবাবগঞ্জে ঢুকতে বা বের হতে দেওয়া হচ্ছে না।

তবে শ্রমিক নেতারা বলছেন, সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করছেন তারা। বুধবার (৩০ অক্টোবর) সকাল ১১ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে বিষয়টি নিয়ে দুই পক্ষের শ্রমিকদের বসার কথা রয়েছে। তারপরে বাস চলাচলের বিষয়ে সিন্ধান্ত হবে।

যাত্রী রাকিবুল ইসলাম বলেন, বাস চলাচল বন্ধের কারণে সিএনজি চালিত অটোরিকশা এবং হিউম্যান হলারে সিটের তুলনায় বেশি যাত্রী নিচ্ছে। ভাড়াও নিচ্ছে বেশি। তাও তারাসরাসরি চাইনবাবগঞ্জের যাত্রী তুলেছেন।

বিজ্ঞাপন

আন্তঃনগর বাস কাউন্টারে গিয়ে দেখা গেছে, কাউন্টারের ভেতরে টিকিটমাস্টার বসে আছেন। অন্য জেলার বাসগুলো টিকিট বিক্রি করছেন। কিন্তু রাজশাহী-চাঁপাই রুটে বন্ধ।

এদিকে, দুইদিন ধরে বাস বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অটোরিকশায় চড়ে যাতায়াত করতে হচ্ছে তাদের। প্রায় ৬০ কিলোমিটার দূরত্বের এ পথে যাতায়াতে সময় লাগছে অনেক বেশি। অটোরিকশায় খরচও হচ্ছে বেশি। সমস্যার সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন যাত্রীরা।

রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি বলেন, ‘আগামীকাল (বুধবার) আমরা দুইপক্ষ বসব। আলোচনার মাধ্যমে সমাধান হবে। এর আগে বাস চলবে না।’

সারাবাংলা/এসআর

বাস চলাচল বন্ধ রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর