Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিশু তকিরকে অপহরণের পর হত্যা, ৫ জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২৪ ১৯:৫০ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৪ ২৩:০২

যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত আসামী আবুল, ময়না ও আনোয়ার। ছবি: সারাবাংলা।

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে শিশু আবু তকিরকে (১০) অপহরণ করে হত্যা ঘটনায় মামলায় পাঁচ আসামীর যাবজ্জীবন কারাদণ্ড ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের করাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে দিকে মুন্সীগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক ড. মো. আলমগীর এ রায় দেন। যাবজ্জীবন কারাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী মো. হাছান ছারওয়াদী। সময় তিন আসামী আবুল, ময়না ও আনোয়ার আদালতে উপস্থিত ছিলেন। অপর দুই আসামী রবিউল ও হান্নান পলাতক রয়েছেন।

বিজ্ঞাপন

আসামীরা হলেন- সদর উপজেলার ফুলতলা গ্রামের সামছুল হক প্রধারে ছেলে রবিউল (২২), একই এলাকার মৃত হযরত আলীর ছেলে আবুল (২২), রিয়াজুল হক প্রধানের ছেলে ময়না, ইসহাকের ছেলে আনোয়ার ও দক্ষিণ চর মসুরা গ্রামের মন্নান খা’র ছেলে হান্নান।

নিহত শিশু আবু তকির মুন্সীগঞ্জ সদর উপজেলার ফুলতলা গ্রামের ঝর্না বেগম ও নাসির উদ্দিন দম্পতির ছেলে।

মামলার এজাহার সুত্রে জানা গেছে, ২০১০ সালের ৩১ আগস্ট সকালে মামলার বাদী ঝর্না বেগম ও তার স্বামী নাসির উদ্দিন বেপারী নিহত শিশু আবু তকিরকে বাড়িতে একা রেখে শহরে যায়। বিকালে বাড়ি ফিরে তকিরকে না পেয়ে ঘটনার পর দিন অজ্ঞাতনামা আসামী করে একটি অপহরণ মামলা করেন।
তকির নিখোঁজ হওয়ার আগে প্রতিবেশী আসামী রবিউলের সাথে তকিরকে কথা বলতে দেখা যায়। এ ঘটনায় মামলায় প্রতিবেশী রবিউলকে আটক করে পুলিশ। রবিউলের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে তকির হত্যার চাঞ্চল্যকর তথ্য। সে দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দেয়। জবানবন্দির আলোকে বাকি আসামীদের গ্রেফতার করে পুলিশ। পরে মামলা তদন্ত করে পাঁচ আসামীর বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয় আদালতে। ওই মামলায় ১৯ জন স্বাক্ষির স্বাক্ষ্য প্রদানের ভিত্তিতে পাঁচ আসামীকে যাবজীবন কারদণ্ডের আদেশ দেয় আদালাত।

বিজ্ঞাপন

আদালতের রাষ্ট্র পক্ষের আইনজীবী এপিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম পল্টু বলেন, দশ বছরের শিশু আবু তকির হত্যা মামলায় আসামী রবিউলসহ ৫জনকে যাবজ্জীবন কারাদণ্ড ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম করাদণ্ড দেয় আদালত।

সারাবাংলা/এসআর

অপহরণ মুন্সীগঞ্জ যাবজ্জীবন হত্যা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর