Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নদী‌ থেকে এএসআই সদরুলের মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ মুকুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২৪ ১৭:২৬ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৪ ১৯:০০

ফায়ার সার্ভিসের ডুবোরী দল। ছবি: সারাবাংলা।

কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালীর পদ্মা নদী‌তে দুর্বৃত্তদের হামলায় নিখোঁজ দুই পু‌লিশ সদস্যের মধ্যে এএসআই সদরুল আলমের মরদেহ উদ্ধার হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন এএসআই মুকুল।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার শিলাইদ ঘাট এলাকার পদ্মা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, শিলাইদহ ঘাট এলাকার পদ্মা নদীতে ভেসে উঠলে ফায়ার সার্ভিসের সদস্যরা সদরুল আলমের মরদেহ উদ্ধার করে। তবে পুলিশের এএসআই মুকুল এখনো নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারের চেষ্টা চলছে। গত দুইদিন ধরে কুষ্টিয়া ও কুমারখালী ফায়ার সার্ভিসের ডুবুরীদল তার সন্ধান করছেন।

ওসি জানান, সোমবার ভোর রাতে নদী‌তে আসামী ধরতে গেলে দুর্বৃত্তরা পুলিশের ওপর হামলা চালায়। এসময় নৌকায় থাকা এএসআই সদরুল আলম এবং এএসআই মুকুল হোসেন নদী‌তে ঝাঁপ দেয়। এরপর থে‌কেই তারা নি‌খোঁজ। একই সময় হামলার ঘটনায় আহত হয়েছেন এসআই নজরুল ইসলাম ও কয়া ইউনিয়ন প‌রিষ‌দের ৫ নম্বর ওয়ার্ডের সদস‌্য ছা‌নোয়ার হো‌সেন। নিখোঁজ এএসআই মুকুলকে উদ্ধারে পুলিশের ও ফায়ার সার্ভিসের ডুবোরী দল চেষ্টা অব্যাহত রেখেছেন।

সারাবাংলা/এসআর

এএসআই সদরুল কুষ্টিয়া নিখোঁজ মুকুল পদ্মা নদী‌তে দুর্বৃত্তদের হামলা মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

প্লেব্যাক করলেন মোশাররফ করিম
২২ জানুয়ারি ২০২৫ ১৮:০৬

আরো

সম্পর্কিত খবর