Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজায় শরণার্থী শিবিরে নিহতের সংখ্যা বেড়ে ৬০

আন্তর্জাতিক ডেস্ক
২৯ অক্টোবর ২০২৪ ১৬:৫৪ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৪ ১৭:৫১

উত্তর গাজার বেইট লাহিয়া শহর

ফিলিস্তিনের উত্তর গাজার শরণার্থী শিবিরে একটি পাঁচতলা ভবনে ইসরায়েলি বাহিনী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬০। মঙ্গলবার (২৯ অক্টোবর) ভোরের এই হামলায় প্রাথমিকভাবে ৫৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছিল।

বিবিসির প্রতিবেদনে, গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় খবরটি নিশ্চিত করেছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা মারওয়ান আল-হামাস বলেছেন, আরও ১৭ জন এখনো ধ্বংসস্তূপের নিচে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

বার্তা সংস্থা ওয়াফার প্রতিবেদন অনুসারে, গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় উত্তর গাজার বেইট লাহিয়া শহরে নিহতদের মধ্যে অর্ধেকের বেশি নারী ও শিশু। পাঁচ তলা ভবনটিতে প্রায় ১৫০ শরণার্থী বাস করত।

জাবালিয়ার নিকটবর্তী কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক হুসাম আবু সাফিয়া বলেছেন, হাসপাতালে শিশুদের চিকিৎসা করা হচ্ছে, তবে কর্মী ও ওষুধের অভাবের কারণে রোগীদের চিকিৎসা করতে হিমশিম খেতে হচ্ছে।

ইসরায়েল হামলার বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি।

গত বছর ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা করে। এর পর থেকে ইসরায়েল হামাসে যুদ্ধ অব্যাহত রেখেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত গাজায় ৪২ হাজার ৯২৪ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।

সারাবাংলা/এইচআই

ইসরায়েল-হামাস যুদ্ধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর