গাজায় শরণার্থী শিবিরে নিহত ৫৫
আন্তর্জাতিক ডেস্ক
২৯ অক্টোবর ২০২৪ ১৫:০৪ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৪ ১৬:৫৭
২৯ অক্টোবর ২০২৪ ১৫:০৪ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৪ ১৬:৫৭
ফিলিস্তিনের উত্তর গাজার শরণার্থী শিবিরে একটি পাঁচতলা ভবনে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার (২৯ অক্টোবর) ভোরের এই হামলায় অন্তত ৫৫ জন নিহত হওয়ার খবর জানিয়েছে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা। যাদের অনেকেই এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে।
বার্তা সংস্থা ওয়াফার প্রতিবেদন অনুসারে, গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় উত্তর গাজার বেইট লাহিয়া শহরে নিহতদের মধ্যে অর্ধেকের বেশি নারী ও শিশু। পাঁচ তলা ভবনটিতে প্রায় ১৫০ শরণার্থী বাস করত।
ইসরায়েল হামলার বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি।
সারাবাংলা/এইচআই