Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বোমা ফাটিয়ে সোনার দোকানে ডাকাতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২৪ ১০:৫০ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৪ ১১:২৫

খুলনায় দত্ত জুয়েলার্সে ডাকাতি। ছবি: সারাবাংলা

খুলনা: খুলনায় হাতবোমা ফাটিয়ে সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতেরা নগদ দুই লাখ টাকা ও পাঁচ ভরি সোনার গয়না লুট করে নিয়ে যায়। পুলিশ এ ঘটনায় ফুলতলা এলাকা থেকে একজনকে আটক করেছে।

সোমবার (২৮ অক্টোবর) দুপুরে মহানগরীর দৌলতপুরের মহেশ্বরপাশা কালিবাড়ী বাজারে দত্ত জুয়েলার্সে এ ঘটনা ঘটে।

দত্ত জুয়েলার্সের মালিক উত্তম দত্ত জানান, চার ব্যক্তি তার সোনার দোকানে ঢুকে। তাদের প্রত্যেকের মুখে মাস্ক, হাতে পিস্তল ও চাপাতি ছিল। দোকানে ঢুকে তারা তাকে অস্ত্রের মুখে জিম্মি করে গ্লাস ভেঙে পাঁচ ভরি সোনা ও নগদ দুই লাখ টাকা নিয়ে যায়।

দৌলতপুর থানা পুলিশ পরিদর্শক মীর আতাহার আলী জানান, চার ব্যক্তি একটি মাইক্রোবাসযোগে মহেশ্বরপাশা কালিবাড়ী বাজারে ঢুকে। তারা সেখানে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় তারা বাজারে দত্ত জুয়েলার্সে গিয়ে দোকান মালিক উত্তম দত্তকে জিমি করে নগদ দুই লাখ ও পাঁচ ভরি সোনা নিয়ে পালিয়ে যায়। পুলিশ ঘটনা শুনে ওই মাইক্রোবাসের পিছু নেয়। ঘটনাস্থল থেকে তিনজন পালিয়ে গেলেও পুলিশ ডাকাত দলের সদস্য গাড়িচালক নাজিম উদ্দীন (৪৫) ও ঢাকা মেট্রো-গ, ১৯-৬৭৬৬ প্রাইভেটকার ফুলতলা থেকে জব্দ করে।

জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শংকর কর্মকার বলেন, আমরা জুয়েলারি ব্যবসায়ীরা সর্বদা আতঙ্কের মধ্যে দিনযাপন করছি। নিরাপত্তাহীনতায় ভুগছি। এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেফতার করে ও লুট হওয়া নগদ অর্থ ও সোনা উদ্ধারের জন্য সংগঠনের পক্ষ থেকে জোর দাবি জানান।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই খুলনা জোনের ইন্সপেক্টর আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দোষীদের আটকে অভিযান চলছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমপি

ডাকাতি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর