Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউক্রেনে ১০ হাজার উত্তর কোরিয়ান সৈন্য পাঠাচ্ছে রাশিয়া: পেন্টাগন

আন্তর্জাতিক ডেস্ক
২৯ অক্টোবর ২০২৪ ১০:৩৮ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৪ ১২:৩২

উত্তর কোরিয়ান সৈন্য। ছবি: সংগৃহীত

ইউক্রেনে যুদ্ধের চাপ বাড়াতে এবং প্রায় তিন বছর ধরে চলা এই সংঘাতে নতুন করে উত্তেজনা ছড়াতে রাশিয়া উত্তর কোরিয়ার ১০,০০০ সৈন্যকে কয়েক সপ্তাহের মধ্যেই যুদ্ধক্ষেত্রে পাঠাতে যাচ্ছে বলে পেন্টাগন জানিয়েছে।

এই পদক্ষেপকে পশ্চিমা নেতারা ‘আঞ্চলিক সম্পর্কের জন্য ঝুঁকিপূর্ণ’ হিসেবে উল্লেখ করেছেন।

পেন্টাগনের মুখপাত্র সাব্রিনা সিং সোমবার (২৮ অক্টোবর) জানান, কয়েকজন উত্তর কোরিয়ান সৈন্য ইতিমধ্যে ইউক্রেনের কাছাকাছি পৌঁছেছে এবং তাদের কুরস্ক সীমান্ত অঞ্চলে পাঠানো হচ্ছে, যেখানে রাশিয়া ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে লড়াই করছে।’

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইয়েল বলেছেন, ‘রাশিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যে এই অবৈধ সামরিক সহযোগিতা বৈশ্বিক নিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকিপূর্ণ। এই পরিস্থিতি আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বড় হুমকি তৈরি করতে পারে।’

এরই মধ্যে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো সন হুইয়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাশিয়া সফরের জন্য মঙ্গলবার পিয়ংইয়ং ত্যাগ করেছে বলে জানিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম।

উত্তর কোরিয়ার এই সৈন্য মোতায়েন ইউক্রেনের যুদ্ধে নতুন মাত্রা যোগ করতে পারে এবং কোরীয় উপদ্বীপ সহ জাপান এবং অস্ট্রেলিয়ার মতো অঞ্চলগুলিতে নতুন করে ভূরাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করছেন পশ্চিমা কর্মকর্তারা।

সারাবাংলা/এনজে

ইউক্রেন-রাশিয়া সংঘাত উত্তর কোরিয়ান সৈন্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর