Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গু: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১১৯৭, মৃত্যু আরও ৩ জনের

সিনিয়র করেসপন্ডেন্ট
২৮ অক্টোবর ২০২৪ ২০:৩৮ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৪ ২৩:১৫

ঢাকা: রোববার (২৭ অক্টোবর) সকাল ৮টা থেকে সোমবার (২৮ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে আরও এক হাজার ১৯৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়। চলতি বছরে প্রাণ গেছে ২৮০ জনের।

সোমবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে
দেশে চলতি বছরের ২৮ অক্টোবর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৫৮ হাজার ১০৮ জন। এর মধ্যে ৫৩ হাজার ৮৫৮ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

বিজ্ঞাপন

বিগত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মাঝে পুরুষ ৭৮৭ জন ও নারী ৪১০ জন। এর মাঝে ঢাকার দুই সিটি করপোরেশনের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৪২১ জন নতুনভাবে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় বিগত ২৪ ঘণ্টায় ২৮১ জন রোগী নতুনভাবে হাসপাতালে ভর্তি হয়েছেন ডেঙ্গু আক্রান্ত হয়ে।

বিগত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগে ৩৬ জন, চট্টগ্রাম বিভাগে ১৪০ জন, খুলনা বিভাগে ১৩৬ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজশাহী বিভাগে ৭১ জন, রংপুর বিভাগে ২৬ জন, বরিশাল বিভাগে ৮২ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিগত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন। সিলেট বিভাগে বিগত ২৪ ঘণ্টায় চার জন রোগী হাসপাতালে ভর্তি হন।

স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুমের তথ্যানুযায়ী, চলতি বছরের ২৮ অক্টোবর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্তদের মাঝে ৬৩ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৭ শতাংশ নারী। চলতি বছর এ যাবত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ২৮০ জন। এর মাঝে ৫৩ দশমিক ৯ শতাংশ নারী ও ৪৬ দশমিক ১ শতাংশ পুরুষ।

বিজ্ঞাপন

বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে তিন হাজার ৯৭০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সারাবাংলা/এসবি/এসআর

ডেঙ্গু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর