‘সুন্দর নির্বাচন দিতে পারলেই গণতন্ত্রের বিজয় হবে’
২৮ অক্টোবর ২০২৪ ২০:১৯ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৪ ২০:২২
চট্টগ্রাম ব্যুরো: অন্তর্বর্তী সরকার সুন্দর নির্বাচন দিতে পারলেই গণতন্ত্রের পূর্ণ বিজয় হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ।
সোমবার (২৮ অক্টোবর) বিকেলে নগরীর বহদ্দারহাট মোড়ে এক প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। চান্দগাঁও ওয়ার্ড বিএনপি এ সমাবেশের আয়োজন করে।
দেশ গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে উল্লেখ করে এরশাদ উল্লাহ বলেন, ‘৫ আগস্ট আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে জনবিস্ফোরণ ঘটেছে। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। দেশ এখন গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সংস্কার করে একটি সুন্দর নির্বাচন দিতে পারলেই গণতন্ত্রের পূর্ণ বিজয় হবে।’
তিনি আরও বলেন, ‘২০০৬ সালের ২৮শে অক্টোবর ঢাকার পল্টনের বায়তুল মোকাররম এলাকায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা প্রকাশ্যে লগি বৈঠা দিয়ে পিটিয়ে মানুষ হত্যা করেছিল। রাজপথে লগি বৈঠা দিয়ে মানুষ হত্যার পর সে লাশের ওপর নৃত্যের ঘটনাটি দেশের ইতিহাসে একটি অন্যতম নৃশংস ঘটনা।’
‘তেমনিভাবে জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনেও তারা নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে। বহদ্দারহাট মুরাদপুর এলাকায় শিক্ষার্থীদের আন্দোলনে গুলি চালিয়ে ওয়াসিম আকরামসহ সাধারণ মানুষকে হত্যা করেছে। কিন্তু শত জুলুম নির্যাতন চালিয়েও আওয়ামী লীগের শেষ রক্ষা হয়নি।’
ব্যবসায়ীদের নির্ভয়ে ব্যবসা করার আহবান জানিয়ে বিএনপির এ নেতা বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের ভাবমূর্তি সুন্দর রাখার জন্য সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন। এ নির্দেশনা দলের সবাইকে মানতে হবে। চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এক সময় বহদ্দারহাটে আওয়ামী লীগের সন্ত্রাসীরা ভ্যান গাড়ি থেকে চাঁদা আদায় করত। এ সন্ত্রাসীরা এখন পালিয়ে গেছে। ব্যবসায়ী ভাইয়েরা নির্ভয়ে ব্যবসা চালিয়ে যান। যে কোনো বিপদে বিএনপি আপনাদের পাশে থাকবে।’
নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, ‘খুনি হাসিনাসহ যে সকল ব্যক্তিগণ গণহত্যার সাথে জড়িত তাদের সকলকে বিচারের আওতায় আনতে হবে। গণহত্যার বিচারের দাবীতে দেশের জনগণ ঐক্যবদ্ধ। যে সকল ছাত্র জনতা আওয়ামী বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে জীবন দিয়েছে তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে।’
‘তাই কোনো দুষ্কৃতকারী যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে জন্য সবাইকে সর্বদা সতর্ক থাকতে হবে। দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করার চক্রান্তকে প্রতিহত করতে হবে।’
চান্দগাঁও ওয়ার্ড বিএনপির সভাপতি নাছির উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদুল কবির রানার সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন নগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক কাজী বেলাল উদ্দিন, চান্দগাঁও থানার সভাপতি মো. আজম, পাঁচলাইশ থানার সভাপতি মামুনুল ইসলাম হুমায়ুন, সাধারণ সম্পাদক মনির আহম্মেদ চৌধুরী, জাফর আহমেদ, মোহরা ওয়ার্ডের সভাপতি জানে আলম জিকু, শোলকবহর ওয়ার্ডের সভাপতি কাজী শামসুল আলম ও সাধারণ সম্পাদক হাসান উসমান।
সারাবাংলা/আইসি/এসআর