Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৫ বছর পর জুডিশিয়াল সার্ভিসে গণতান্ত্রিক নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ অক্টোবর ২০২৪ ১৯:৫৭

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশন

ঢাকা: দীর্ঘ ২৫ বছর পর গণতান্ত্রিকভাবে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশনের নির্বাচন হতে যাচ্ছে। আগামী ৩০ অক্টোবর বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশনের বহুল প্রতীক্ষিত এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এই নির্বাচনের কার্যক্রম উদ্বোধন করবেন বলে জানা গেছে। ‍নির্বাচন নিয়ে সারা দেশের বিচারকদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। নির্বাচনের জন্য গঠিত কমিশন ইতোমধ্যে অনলাইনে নির্বাচনের সকল কার্যক্রম সম্পন্ন করেছে।

বিজ্ঞাপন

জানা গেছে, গত ২৭ অক্টোবর বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশনের অন্তর্বর্তীকালীন কমিটি আইন উপদেষ্টাকে আমন্ত্রণ জানাতে গেলে তিনি আমন্ত্রণ গ্রহণ করেন এবং স্বৈরাচার পতনের পর এটাকে দেশের প্রথম ফ্রি এন্ড ফেয়ার নির্বাচন হবে মর্মে মন্তব্য করেন। এর মধ্য দিয়ে দেশে নিরপেক্ষ নির্বাচনের যাত্রা শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। নির্বাচনের উদ্বোধনী অনুষ্ঠানে আইন উপদেষ্টার সঙ্গে আইন সচিব উপস্থিত থাকবেন। এ ছাড়া এসোসিয়েশনের নেতৃবৃন্দ ও নির্বাচন কমিশনের সদস্যবৃন্দ উপস্থিত থাকবেন।

সারাবাংলা/কেআইএফ/এইচআই

নির্বাচন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশন

বিজ্ঞাপন

ফর্মে ফিরেও বাবরের আক্ষেপ
৬ জানুয়ারি ২০২৫ ১২:২১

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর