Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসরায়েলের হামলার কয়েক ঘণ্টা আগেই টের পেয়েছিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক
২৮ অক্টোবর ২০২৪ ১৫:৪২ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৪ ১৯:০৬

ইসরায়েলের হামলা ইরানে

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইসরায়েলের হামলার কয়েক ঘণ্টা আগেই তারা বিষয়টি নিয়ে ‘ইঙ্গিত পেয়েছিল’। তিনি বলেন, ‘আমরা সন্ধ্যা থেকেই রাতের সম্ভাব্য হামলার বিষয়ে ইঙ্গিত পাচ্ছিলাম।’

রোববার (২৮ অক্টোবর) আব্বাস আরাঘচি সাংবাদিকদের এ কথা বলেছেন। তবে এর বিস্তারিত কোন তথ্য তিনি দেননি।

ওই হামলার পর রোববার প্রথমবারের মতো মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনি। তিনি বলেছেন, ‘এটা কর্তৃপক্ষ নির্ধারণ করবেন যে তারা কীভাবে ইরানি জনগণের ইচ্ছে ও শক্তিকে ইসরায়েলি সরকারের কাছে পৌঁছে দিবেন এবং দেশ ও জাতির স্বার্থ রক্ষায় ব্যবস্থা নিবেন।’

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনি ইসরায়েলের হামলার বিষয়ে সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি বলেছেন ইসরায়েলের হামলাকে ‘অতিরঞ্জিত কিংবা কমিয়ে’ দেখা ঠিক হবে না। তিনি তাৎক্ষণিক কোন প্রতিশোধ বা পাল্টা পদক্ষেপের কথাও বলেননি।

প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অবশ্য বলেছেন ইরান ওই হামলার ‘যথাযথ জবাব দিবে’। তবে তিনি বলেছেন যে তেহরান যুদ্ধ চায়নি। শনিবারের ওই হামলায় ইরানের চার সেনা নিহত হয়েছে।

ইসরায়েল বলছে ইরানের করা হামলার জবাব দিতে তারা দেশটির বিভিন্ন অঞ্চলের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। গত পহেলা অক্টোবর ইরান ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় দুশো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিলো।

হামলার পরে রোববার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘ইসরায়েল ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র উৎপাদন সিস্টেম বিকল করে দিয়েছে। হামলায় ইরানের প্রতিরক্ষা এবং ক্ষেপণাস্ত্র বানানোর সক্ষমতার মারাত্মক ক্ষতি হয়েছে।’

বিজ্ঞাপন

গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে নিহতদের স্মরণে ওই অনুষ্ঠানে তিনি বলেন, ‘হামলাটি ছিলো সুনির্দিষ্ট ও শক্তিশালী। আমাদের লক্ষ্য অর্জিত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সরকারকে (ইরানের) অবশ্যই একটি সহজ নীতি অনুধাবন করতে হবে। যেই আমাদের আঘাত করবে, আমরা তাকে আঘাত করবো।’

সারাবাংলা/এইচআই

ইরান-ইসরায়েল যুদ্ধ

বিজ্ঞাপন

নায়ক রাজের জন্মদিন আজ
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:২১

রাজশাহীতে পতন উড়ন্ত রংপুরের
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:০৭

আরো

সম্পর্কিত খবর