উত্তর বাড্ডায় নারীর গলাকাটা মরদেহ উদ্ধার
২৮ অক্টোবর ২০২৪ ১৩:৩৮ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৪ ১৯:০৬
ঢাকা: রাজধানীর উত্তর বাড্ডার একটি ফার্নিচার কারখানা থেকে আমেনা আক্তার (৩২) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৭ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে উত্তর বাড্ডার ২৬ নম্বর লেনের রমজান মিয়ার ফার্নিচারের কারখানা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বাড্ডা থানার উপ পরিদর্শক (এসআই) ফাতেমা সিদ্দিকা সোমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘গতকাল রাত ১০টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে ফার্নিচারের কারখানার ভিতর থেকে ওই নারীর মরদেহটি উদ্ধার করা হয়। ওই নারীর গলাকাটা ছিল। ঘটনাস্থল থেকে ফার্নিচার কারখানার মালিক রমজান মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে।’
তিনি আরও জানান, মৃত আমেনার গ্রামের বাড়ি ভোলা সদর উপজেলার আলীনগর গ্রামে। বাবার নাম আবুল কালাম। মায়ের নাম ইয়ানুর বেগম।
নিহত আমেনা উত্তর বাড্ডার বাগান বাড়ি এলাকায় স্বামী মিন্টু মিয়াকে নিয়ে ভাড়া থাকতেন। তবে ঘটনার পর থেকে স্বামী মিন্টুকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
ধারণা করা হচ্ছে, আনুমানিক রাত ৮টা থেকে ১০টার মধ্যে যেকোন সময় তাকে গলা কেটে হত্যা করা হয়েছে।
বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
সারাবাংলা/এসএসআর/ এসডব্লিউআর