Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধোপাজানের অবৈধ বালু উত্তোলনকারী বাবুল গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ অক্টোবর ২০২৪ ১৩:০৫ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৪ ০২:২১

গ্রেফতারকৃত অবৈধ বালু উত্তোলনকারী বাবুল মিয়া

সুনামগঞ্জ: জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক বিশেষ অভিযানে ধোপাজান নদীর শীর্ষ অবৈধ বালু উত্তোলনকারী বাবুল মিয়াকে (৪৫) গ্রেফতার করেছে।

শনিবার (২৭ অক্টোবর ) বিকেল সাড়ে ৪টায় সদর থানার সিঙ্গার শোরুমের সামনে থেকে বাবুল মিয়াকে আটক করা হয়। পরে রাত সাড়ে ৯ টায় সুনামগঞ্জ সদর থানায় এক প্রেস ব্রিফিংয়ে তাকে গ্রেফতারের তথ্য জানানো হয়।

বাবুল মিয়া বিশ্বম্ভরপুরের ভাদেরটেক গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে ধোপাজান চলতি নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনকারী ছাত্র ও সাধারণ জনগণের ওপর হামলায় জড়িত ছিলেন এবং হামলাকারীদের আর্থিকভাবে সহায়তাও দিয়ে আসছিলেন বাবুল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

প্রেস ব্রিফিংয়ে বাবুল মিয়াকে গ্রেফতারের বিস্তারিত তথ্য তুলে ধরেন সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান। তিনি বলেন, ‘সুনামগঞ্জ জেলা পুলিশ সর্বদা অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে সোচ্চার এবং জনগণের সুরক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চালিয়ে যাওয়া হবে।’

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান, সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ নাজমুল হকসহ স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনজে

অবৈধ বালু উত্তোলন গ্রেফতার ধোপাজান নদী সুনামগঞ্জ

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর