আমি জনগণের সেবক : প্রধানমন্ত্রী
২১ ডিসেম্বর ২০১৭ ১১:৪৭ | আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৬:১২
সিনিয়র করেসপন্ডেন্ট
দেশের উন্নয়নের জন্য একটি সরকারের ধারাবাহিকতা প্রয়োজন বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমি জনগণের সেবক। জনগণের টাকায় বেতন নিই। তাদের টাকায় আমি চলি, তাই তাদের কতটুকু সেবা দিতে পারলাম সেটাই ভাবি।’
বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসনের ১০২ ও ১০৩তম আইন ও প্রশাসন কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব বলেন । রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমি ভবনে বৃহস্পতিবার সকালে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ৭০ জন বিসিএস ক্যাডারের মাঝে সনদ বিতরণ করেন।
নবীন বিসিএস ক্যাডারদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘জনগণের পাশে থেকে তাদের আস্থা অর্জন করতে হবে। জনগণকে সেবা দেওয়া এবং তাদের জীবন সুন্দর করার দিকে দৃষ্টি দিতে হবে। প্রশাসনে উদ্ভাবনী ও জনগণকে সেবা দেওয়ার চিন্তা থাকতে হবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘তৃণমূলে মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন হলে সত্যিকার অর্থে দেশেরই উন্নয়ন হবে। আপনারা যারা তৃণমূলে কাজ করতে যাবেন এই বিষয়টি মাথায় রাখবেন।’
শেখ হাসিনা বলেন, ‘আমরা বিজয়ী জাতি। আজ সারাবিশ্বে আমাদের কেউ দরিদ্র দেশ বলে করুণা করে না, ভিন্ন দৃষ্টিতে দেখে না, ঝড়-বৃষ্টির দেশ ও সাহায্য চাইবার দেশ হিসেবে কেউ দেখে না। বাংলাদেশকে যেন একটি উন্নত ও সমৃদ্ধশালী দেশ হিসেবেই মনে করে।’
উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আজ যদি দেশ স্বাধীন না হতো, যারা বড় বড় পদে আছেন তারা কি এখানে থাকতে পারতেন? জাতির পিতা বেঁচে থাকলে দেশকে উন্নত করতে ১০ বছরও সময় লাগত না। স্বাধীন হওয়ার পর বাংলাদেশ যে মর্যাদা পেয়েছিল ১৯৭৫ সালে ১৫ আগস্টের পর তা ভূলুণ্ঠিত হয়েছিল, দেশ পিছিয়ে গিয়েছিল। কেন পিছিয়ে গিয়েছিলাম— এটা মনে রাখতে হবে।’
তিনি আরও বলেন, ‘যারা স্বাধীনতা চায়নি তারা ক্ষমতায় আসলে দেশ উন্নত হবে কীভাবে? ২১ বছর পর ক্ষমতায় এসে বাংলাদেশকে উন্নত করার ঘোষণা দিয়েছিলাম। আমরা জনগণের সেবক হিসেবে এসেছি। সেভাবেই কাজ করতে শুরু করি। মাঝে আবার একটি ছেদ ঘটল। ২০০৯ সালে ক্ষমতায় এসে আবার জনগণের সেবক হিসেবে কাজ শুরু করেছিলাম। ২০১৪ সালে শত প্রতিকূলতা মোকাবিলা করে ক্ষমতায় আসতে পেরেছি বলেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রয়েছে। উন্নয়নের জন্য সরকারের ধারাবাহিকতা প্রয়োজন।’
বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ সম্পর্কে শেখ হাসিনা বলেন, ‘জাতিসংঘ এ ভাষণকে স্বীকৃতি দিয়েছে। এ স্বীকৃতি বাঙালি জাতির জন্য। ৭ই মার্চের ভাষণের মাধ্যমেই মূলত বাঙালি জাতি স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল।’
সারাবাংলা/এমএস/এমএইচটি/আইজেকে