Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজা-ইসরাইল যুদ্ধ: দুই দিনের যুদ্ধবিরতির প্রস্তাব মিশরের

আন্তর্জাতিক ডেস্ক
২৮ অক্টোবর ২০২৪ ১১:৪৮ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৪ ১৫:৫৮

ইসরাইলের হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ জন এবং লেবাননে ২১ জন। দীর্ঘ এই যুদ্ধের অবসান ঘটাতে দুইদিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।

রোববার (২৭ অক্টোবর) কায়রোতে আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেল মাদজিদ তেবোউনের সঙ্গে এক সংবাদ সম্মেলনে এই প্রস্তাব দেন তিনি।

কাতারের রাজধানী দোহায় ইসরাইল ও মিসরীয় প্রতিনিধিরা আবারও যুদ্ধবিরতি প্রসঙ্গে আলোচনা শুরু করেছেন। ২ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব এই যুদ্ধের স্থায়ী বিরতিতে যাওয়ার একটা প্রচেষ্টা।

সিসি আরও জানান, স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছাতে হলে অস্থায়ী যুদ্ধবিরতি বাস্তবায়নের আলোচনা ১০ দিনের মধ্যে পুনরায় শুরু করা উচিত।

এদিকে, জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস অবরুদ্ধ উত্তর গাজায় মৃত্যু, আঘাত ও ধ্বংসের যন্ত্রণাদায়ক পরিস্থিতির জন্য উদ্বেগ প্রকাশ করেছেন।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও ইসরাইলের সাম্প্রতিক হামলার নিন্দা জানান।

উল্লেখ্য, গাজায় গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরাইলি হামলায় কমপক্ষে ৪২ হাজার ৯২৪ জন নিহত এবং এক লাখ ৮৩৩ জন আহত হয়েছেন।

হামাসের নেতৃত্বাধীন হামলার সময় ইসরাইলে আনুমানিক ১ হাজার ১৩৯ জন নিহত হয়েছে এবং ২০০ জনেরও বেশি বন্দি হয়।

সারাবাংলা/এসডব্লিউআর

ইসরাইল গাঁজা মিশর যুদ্ধ যুদ্ধ বিরতি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর