Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জবির প্রথম নারী কোষাধ্যক্ষ সাবিনা শরমীন

জবি করেসপন্ডেন্ট
২৮ অক্টোবর ২০২৪ ১০:৩৭ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৪ ১০:৩৯

ড. সাবিনা শরমীন

ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রথমবারের মত নারী কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও হল প্রভোস্ট অধ্যাপক ড. সাবিনা শরমীন।

আগামী চার বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশে উপসচিব মো. শাহীনুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫ এর ১২ (১) ধারা অনুযায়ী সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাবিনা শরমীন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ অর্থ সম্মানী হিসেবে পাবেন। এ সময় তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।

নিয়োগ পাওয়ার পর অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, ‘ট্রেজারার হিসেবে নিয়োগ পাওয়ার বিষয়ে আমি আদেশ পেয়েছি। আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে শিক্ষার্থীরা যেমন বিশ্ববিদ্যালয় কামনা করে সেটা প্রতিষ্ঠা করা। জবির শিক্ষক হিসেবে আমি শিক্ষক ও শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতে বিষয়টি অগ্রাধিকার দিব। এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করছি।’

সারাবাংলা/এসডব্লিউআর

জবি প্রথম নারী কোষাধ্যক্ষ নিয়োগ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর