Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিম ও মুরগির বাজার তদারকিতে এফবিসিসিআই

সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ অক্টোবর ২০২৪ ২০:৫১

বাজার তদারকিতে এফবিসিসিআই

ঢাকা: ডিম ও মুরগির বাজার নিয়ন্ত্রণ ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে রাজধানীর কাপ্তান বাজার পরিদর্শন করলো শীর্ষ বাণিজ্য সংগঠন দ্যা ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

রোববার (২৭ অক্টোবর) সকালে এফবিসিসিআই এর প্রশাসক মো. হাফিজুর রহমানের নেতৃত্বে বাজার পরিদর্শন কার্যক্রম পরিচালনা করে এফবিসিসিআইয়ের বাজার মনিটরিং সেল। এ সময় ব্যবসায়ীদের কাছ থেকে ডিমের মূল্য ও সরবরাহ পরিস্থিতি বিষয়ে হালনাগাদ তথ্য সংগ্রহ করেন এফবিসিসিআই এর প্রশাসক।

বিজ্ঞাপন

পরে কাপ্তান বাজারের ডিম ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন মো. হাফিজুর রহমান। ডিমের দাম ভোক্তাদের নাগালে রাখতে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সহযোগিতা আহ্বান করেন তিনি।

হাফিজুর রহমান বলেন, ‘বাজার স্থিতিশীল রাখতে আপনাদের ভূমিকা দেখতে চায় এফবিসিসিআই। কেউ যদি কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করে তাদের তথ্য আমাদের দিন। আমরা এসব তথ্য সরকারকে হস্তান্তর করবো। সরকার আইন অনুযায়ী ব্যবস্থা নিবে।’ এফবিসিসিআই এর বাজার মনিটরিং সেল প্রয়োজনে ডিম-মুরগির সরবরাহকারী পর্যায়েও বাজার তদারকি করবে বলে উল্লেখ করেন এফবিসিসিআই এর প্রশাসক মো. হাফিজুর রহমান।

বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে এফবিসিসিআই এর সকল কার্যক্রমে ব্যবসায়ীদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান কাপ্তান বাজারস্থ ডিম ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সাবেক সভাপতি মো. নজরুল ইসলাম। সরকার নির্ধারিত দামে এবং চাহিদা অনুযায়ী ডিমের সরবরাহ বজায় থাকলে বাজার নেমে আসবে বলেন জানান তারা।

এ সময় উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর সাবেক পরিচালক খন্দকার রুহুল আমীন ও ব্যবসায়ী নেতা, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের প্রতিনিধি ও ছাত্র সমন্বয়কসহ অন্যান্যরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/এইচআই

ডিম ও মুরগির বাজার নিয়ন্ত্রণ ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি রাজধানীর কাপ্তান বাজার

বিজ্ঞাপন

থানা থেকে লুট রাইফেল মিলল পুকুরে
২৩ জানুয়ারি ২০২৫ ২১:০৯

আরো

সম্পর্কিত খবর