Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্রলীগের সঙ্গে সভাপতির সম্পৃক্ততা নেই: রাবি ছাত্র ইউনিয়ন

রাবি করেসপন্ডেন্ট
২৭ অক্টোবর ২০২৪ ১৯:৪৬ | আপডেট: ২৭ অক্টোবর ২০২৪ ২২:২৪

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংসদের সভাপতি মাসুদ কিবরিয়া।

সাবেক ছাত্রলীগ কর্মী মাসুদ কিবরিয়াকে সভাপতি ও পরমা মোস্তফাকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংসদের কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) নবগঠিত এই কমিটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। এ নিয়ে প্রথম আলো, কালবেলাসহ বেশ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।

তারই প্রেক্ষিতে আজ রোববার (২৭ অক্টোবর) সভাপতি মাসুদ কিবরিয়ার ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করে বিবৃতি দিয়েছে সংগঠনটি। সংগঠনের দপ্তর সম্পাদক মুন হোসেন স্বাক্ষরিত এক বার্তায় বিষয়টি স্পষ্ট করেছেন তারা।

বিবৃতিতে বলা হয়, ‘রাজনৈতিক বিরোধীতা হতে হয় যুক্তিসঙ্গত, রাজনৈতিক আদর্শিক কারণ সম্বলিত। কিন্তু সেটি যখন কোনো জুজুর কথা উল্লেখ করে শুধুমাত্র বিতর্কিত করে তোলার জন্যই মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন অভিযোগ করা হয় তা আরেকটা অপরাজনীতির-ই নামান্তর।’

কিবরিয়ার ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অস্বীকার করে বলা হয়, ‘আমরা লক্ষ্য করেছি কতিপয় গণমাধ্যম ছাত্র ইউনিয়ন রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি মাসুদ কিবরিয়াকে ছাত্রলীগের সঙ্গে জড়িত করে সংবাদ প্রকাশ করে যা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি মাসুদ কিবরিয়া কখনোই ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেননি বরং ছাত্রলীগ না করার কারণে ২০২০ সালের ১০ই জানুয়ারী ছাত্রলীগ কর্তৃক তাকে মতিহার হল থেকে জোর পূর্বক বের করে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর প্রথম বর্ষে থাকা অবস্থায় জোর পূর্বক ছাত্রলীগের মিছিলে নিয়ে যাওয়ার পাঁচ বছর পর তাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে ছাত্রলীগের কর্মী বানিয়ে দেওয়া নিতান্তই কুরাজনীতি।’

বিজ্ঞাপন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কিবরিয়ার সংশ্লিষ্টতা উল্লেখ করে বলা হয়, ‘চব্বিশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাসুদ কিবরিয়া ছিলেন অন্যতম সংগঠক যা রাবি ক্যাম্পাসে সমাদৃত। স্বৈরাচার বিরোধী সেই আন্দোলনে সরাসরি সম্পৃক্ত থাকায় ছাত্রলীগ কর্তৃক তাকে নানাবিধ হেনস্থার শিকার হতে হয়, এমনকি তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।’

সারাবাংলা/এসডব্লিউআর

ছাত্রলীগ বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাবি রাবি সংসদ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর