মেহেরপুরে নবজাতকের মরদেহ উদ্ধার
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ অক্টোবর ২০২৪ ১৮:২০ | আপডেট: ২৭ অক্টোবর ২০২৪ ১৯:৫৭
২৭ অক্টোবর ২০২৪ ১৮:২০ | আপডেট: ২৭ অক্টোবর ২০২৪ ১৯:৫৭
মেহেরপুর: মেহেরপুরের গাংনীর সহড়বাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের নিকটে ডোবার পাশ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৭ অক্টোবর) দুপুরে স্থানীয় হেমায়েতপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেহেরপুর মর্গে পাঠিয়েছে।
প্রত্যক্ষদর্শী সহবাড়িয়ার তফেল উদ্দীনের স্ত্রী হেনা বেগম জানান, দুপুরে তিনি ওই ডোবায় কাজের জন্য যান। সেখানে দুটি কুকুরে কিছু একটা টানাটানি করছে দেখতে পেয়ে লোকজনকে ডাক দেন। স্থানীয়রা সেখানে গিয়ে দেখতে পান পলিথিনে জড়ানো নবজাতকের মরদেহটি কুকুরে টানাটানি কর।
হেমায়েতপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ আলতাফ হোসেন জানান, নবজাতকের মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এটি ময়না তদন্তের জন্য মেহেরপুর মর্গে পাঠানো হয়েছে।
সারাবাংলা/এমপি