পিলখানা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
২৭ অক্টোবর ২০২৪ ১৮:২৫ | আপডেট: ২৭ অক্টোবর ২০২৪ ১৯:৫৭
মানিকগঞ্জ: পিলখানায় বিডিআর বিদ্রোহে ৫৭ জন সেনাকর্মকর্তা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. আমিনুল ইসলামকে (৩৯) গ্রেফতার করেছে র্যাব (র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন)।
গতকাল শনিবার (২৬ অক্টোবর) দুপুরে ঢাকার যাত্রাবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। শনিবার (২৬ অক্টোবর) রাতে র্যাব-৪ এর সিপিসি-৩ এর মানিকগঞ্জ ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গ্রেফতার আমিনুল ইসলাম সিপাহী ছিলেন। তিনি সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বঘুটিয়া গ্রামের বাসিন্দা।
গত ৬ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে আন্যান্য আসামির সঙ্গে তিনি পালিয়ে যান।
র্যাবের জিজ্ঞাসাবাদে আমিনুল জানান, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিআরের জওয়ানেরা চাকরিসংক্রান্ত বিভিন্ন দাবিদাওয়া নিয়ে ঘটনার দিন দরবারে তাদের প্রতিনিধি দল নিয়ে বিডিআরের মহাপরিচালকের সামনে উপস্থিত হয়। মহাপরিচালক তাৎক্ষনিক কিছু দাবি মিমাংসা করার কথা বলে আশ্বাস দেন এবং বাকি দাবিগুলো পরবর্তীতে বিবেচনা করা হবে বলে জানান।
জিজ্ঞাসাবাদ থেকে আরও জানা যায়, পরবর্তীতে কতিপয় জওয়ান তাদের দেওয়া সবগুলো দাবিদাওয়া মিমাংসা না হওয়ায় মহাপরিচালকের সঙ্গে বাকবিতন্ডা শুরু করেন। বাকবিতন্ডার এক পর্যায়ে সিপাহী আমিনুল ইসলামসহ তার সহযোগী জওয়ানেরা অতর্কিতভাবে দরবারে প্রবেশ করে গোলাগুলি শুরু করেন। দিনভর ৫৭ জন সেনাকর্মকর্তাকে বিভিন্ন বাসা থেকে খুঁজে খুঁজে এনে নির্মমভাবে হত্যা করেন।
পরে এ ঘটনায় নিউমার্কেট থানায় একটি হত্যা মামলা হয় এবং দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে ২০১৩ সালের ৫ নভেম্বর আদালত হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত থাকার অপরাধে আসামি আমিনুল ইসলামকে মৃত্যুদণ্ডাদেশ দেয় বলে আদালতের তথ্যসূত্রে জানা যায়।
র্যাব-৪ এর সিপিসি-৩ এর মানিকগঞ্জ ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট মোহাম্মদ আরিফ হোসেন বলেন, ‘গ্রেফতার আমিনুল ইসলাম আলোচিত পিলখানা হত্যা মামলার আসামি। গত ৬ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় কাশিমপুর কারাগার থেকে অন্যান্য আসামিদের সঙ্গে পালিয়ে গিয়ে আত্মগোপনে ছিলেন। এরপর শনিবার (২৬ অক্টোবর) দুপুরে ঢাকার যাত্রাবাড়ি এলাকা থেকে র্যাব-৪ এর সিপিসি-৩ এবং র্যাব-১০ এর সিপিসি-১ যৌথভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
তিনি আরও বলেন, ‘শনিবার (২৬ অক্টোবর) রাতেই গ্রেপ্তার আসামিকে গাজীপুরের কোনাবাড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’
সারাবাংলা/এনজে
গ্রেফতার পলাতক আসামি পিলখানা ট্রাজেডি পিলখানা হত্যা মামলা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি