Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ অক্টোবর ২০২৪ ১৫:৫৮ | আপডেট: ২৭ অক্টোবর ২০২৪ ২০:৪৫

নিহত কলেজছাত্র রাকিব হোসেন। ছবি: সারাবাংলা।

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার চলন্ত ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে রাকিব হোসেন (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

রোববার (২৭ অক্টোবর) সকালে দামুড়হুদা বাসস্ট্যান্ডে কাঁচাবাজার সংলগ্ন তিন রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিব হোসেন দামুড়হুদার গোবিন্দহুদা গ্রামের মিলন হোসেনের ছেলে। সে দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

দামুহুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, রাকিব আরও দুই জনসহ মোটরসাইকেলযোগে কলেজে টেস্ট পরীক্ষা দেওয়ার জন্য যাচ্ছিল। পথে দামুড়হুদা বাসস্ট্যান্ডে কাঁচাবাজার সংলগ্ন তিন রাস্তার মোড়ে পৌঁছলে একটি খাদ্য বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ঘটনার পর ট্রাকচালক ও তার সহযোগী পালিয়ে যায়। মরদেহ উদ্ধারের পর কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়। দুর্ঘটনা কবলিত ট্রাক ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

সারাবাংলা/এসআর

কলেজছাত্র নিহত চুয়াডাঙ্গা ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ