Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, পিকআপচালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ অক্টোবর ২০২৪ ১৩:২০ | আপডেট: ২৭ অক্টোবর ২০২৪ ১৫:০৯

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দিয়ে দুর্ঘটনার শিকার পিকআপের চালক নিহত হয়েছেন।

রোববার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে গোবিন্দগঞ্জের বৈঠাখালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত পিকআপচালক রিপন মিয়া (২৮) রাজধানী ঢাকার মিরপুর মাজার রোড এলাকার বাসিন্দা ছোলেমান মাতুব্বরের ছেলে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম দুর্ঘটনায় পিকআপচালকের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বগুড়ার দিকে পিকআপ নিয়ে যাচ্ছিলেন রিপন মিয়া। বৈঠাখালি এলাকা পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেন তিনি। এ সময় পিকআপের সামনের অংশ ভেঙে ট্রাকের সঙ্গে আটকে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, পিকআপের চালকের আসনে আটকে থাকা অবস্থাতেই চালক রিপন মিয়ার মৃত্যু হয়।

খবর পেয়ে পলাশবাড়ী ফায়ার সার্ভিসের ইনচার্জ রবিউল ইসলামের নেতৃত্বে একটি দল পিকআপ থেকে রিপন মিয়ার মরদেহ উদ্ধার করে। পরে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ক্ষতিগ্রস্ত পিকআপ ও চালকের মরদেহ হাইওয়ে থানায় নিয়ে যায়।

সারাবাংলা/এসডব্লিউআর

গাইবান্ধা চালক নিহত সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর