কমলার প্রচারে গর্ভপাতের অধিকারের পক্ষে মিশেল, ট্রাম্পের লক্ষ্য মুসলিম ভোটার
২৭ অক্টোবর ২০২৪ ১১:৪৮ | আপডেট: ২৭ অক্টোবর ২০২৪ ১৬:৩৫
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের পক্ষে প্রথমবারের মতো প্রচারে অংশ নিয়েছেন সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা। মিশিগানের কালামাজুতে নির্বাচনি মঞ্চে তিনি কমলা হ্যারিসের মতোই গর্ভপাতের অধিকারে পক্ষে বক্তব্য দিয়েছেন। পাশাপাশি নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ‘ঝুঁকি’ থেকে দেশকে রক্ষা করার আহ্বানও জানান।
এদিকে মিশিগানের নোভিতে নির্বাচনি প্রচারে ব্যস্ত সময় কাটিয়েছেন ট্রাম্প। তিনি মুসলিম ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
বিবিসির খবরে বলা হয়েছে, শনিবার (২৬ অক্টোবর) মার্কিন নির্বাচনে প্রধান দুই প্রার্থীই প্রচার চালিয়েছেন মিশিগানে। ১৫ ইলেকটোরাল কলেজের রাজ্যটি নির্বাচনে দুই প্রার্থীর জয়েই প্রভাবক হিসেবে কাজ করতে পারে। ২০২০ সালের নির্বাচনে এই রাজ্যে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন মাত্র ২ দশমিক ৭৮ শতাংশ ভোটে জয় পেয়েছিলেন।
এবারের নির্বাচনি প্রচারে কমলা হ্যারিস নারীদের গর্ভপাতের পক্ষে বক্তব্য দিয়ে যাচ্ছেন। মিশেল ওবামাও তার সঙ্গে সুর মিলিয়েছেন মিশিগানে। বলেছেন, গর্ভপাত নিষিদ্ধ থাকায় অনেক নারীকে প্রাণ বাঁচানোর মতো চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। গর্ভপাতের অধিকারের সুরক্ষার জন্য কমলা হ্যারিসকে ভোট দিতে হবে।
মিশেল ওবামার তার বক্তব্যে ট্রাম্পের সম্ভাব্য প্রশাসনকে ‘বিপজ্জনক’ আখ্যা দেন। ট্রাম্পের ‘অস্থির আচরণ’ ও ‘মানসিক দুর্বলতা’ সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, জনগণের স্বার্থ নিয়ে যাদের মাথা ব্যথা নেই, তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে।
মিশিগানে কমলা হ্যারিসও মিশেল ওবামার বক্তব্যে পূর্ণ সমর্থন জানান। জেন-জি ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আমি বলতে চাই যে আমি আপনাদের দেখছি এবং আপনাদের শক্তিও আমি দেখছি।
এদিকে মিশিগানের নোভিতে নিজের প্রচারে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প অভিবাসন, জ্বালানি ও অর্থনীতি নিয়ে কথা বলেন। এসব বিষয় নিয়ে আগের মতোই তিনি নানা প্রতিশ্রুতি দেন।
ডেয়ারবর্ন হাউটসের মেয়র বিল বাজিসহ বেশ কয়েকজন আরব-আমেরিকান ও মুসলিম নেতাদের সঙ্গেও মঞ্চে ওঠেন ট্রাম্প। মুসলিম ভোটাররা এই নির্বাচনে বিজয়ী নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন বলে মন্তব্য করেন ট্রাম্প।
অনুষ্ঠানে মেয়র বিল বাজি বলেন, আমরা ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করছি কারণ তিনি মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধের অবসানের প্রতিশ্রুতি দিয়েছেন। বিশ্বব্যাপী এই রক্তপাত থামতেই হবে এবং আমার বিশ্বাস, ট্রাম্পই তার জন্য উপযুক্ত ব্যক্তি।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বেশ কয়েকটি রাজ্যকে বলা হয় ‘সুইং স্টেট’, যাএ মধ্যে মিশিগান একটি। বেশির ভাগ রাজ্যেই ডেমোক্র্যাট বা রিপাবলিকান দলের প্রাধান্য সুস্পষ্ট হলেও এই রাজ্যগুলোতে কোনো দলের প্রতিই ভোটারদের সুনির্দিষ্ট পক্ষপাত নেই। বিবিসির সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, মিশিগানে কমলা হ্যারিসের তুলনায় ট্রাম্প সামান্য ব্যবধানে পিছিয়ে আছেন।
সারাবাংলা/এনজে/টিআর
কমলা হ্যারিস গর্ভপাত অধিকার ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচার মিশেল ওবামা যুক্তরাষ্ট্র নির্বাচন