মেক্সিকোতে বাস দুর্ঘটনায় নিহত ১৯
২৭ অক্টোবর ২০২৪ ১০:৫২ | আপডেট: ২৭ অক্টোবর ২০২৪ ১৪:২৩
মেক্সিকোর মধ্যঞ্চলীয় রাজ্য জাকাতেকাসে মহাসড়কে বাস দুর্ঘটনায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছেন, শনিবার (২৬ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটে।
রয়টার্সের খবরে বলা হয়েছে, বাসটি যুক্তরাষ্ট্র-মেক্সিকোর সামীন্ত রাজ্য চিহুয়াহুয়া শহর চিউদাদ জুয়ারেজের দিকে যাচ্ছিল। যাত্রীবাহী ওই বাসটিতে পেছন থেকে একটি ট্রাকটর ট্রেইলার ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
রাজ্যের অ্যাটর্নি জেনারেল অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ট্রাক্টর ট্রেইলারের চালককে গ্রেফতার করা হয়েছে। বাস দুর্ঘটনায় নিহত কয়েকজন ব্যক্তির মরদেহ খাদ থেকে উদ্ধার করা হয়। আহতদের জাকাতেকাসের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বাস দুর্ঘটনার ছবিতে দেখা গেছে উদ্ধারকর্মী, নিরাপত্তা বাহিনী এবং সেনা সদস্যরা উদ্ধার কাজে যোগ দিয়েছেন।
সারাবাংলা/ইআ